অনলাইন ডেস্ক : মেয়ের বিয়ের আর বেশিদিন বাকি নেই। তাই মেয়ে, স্ত্রী এবং শ্যালককে নিয়ে এসেছিলেন বিয়ের যাবতীয় কেনাকাটা করতে। কিন্তু অভিশপ্ত এক মুহূর্তের সাক্ষী হয়ে আর বাড়ি ফেরা হল না শালগঙ্গার বাসিন্দা মঈন উদ্দিন লস্করের। নৈশ বাসের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান উধারবন্দ শালগঙ্গার বাসিন্দা এই স্কুটি আরোহী । মেয়ের বিয়ে ১১ জানুয়ারি । ফলে এদিন বাজার করতে এসেছিলেন সপরিবারে। বাজার শেষে স্ত্রী ও মেয়েকে সদর ঘাটে অটোতে তুলে তাঁরা দু’জন স্কুটি নিয়ে বাড়ি মুখী হন। কয়েক কিলোমিটার যেতে না যেতেই এই ভয়ংকর দুর্ঘটনার শিকার হন মঈন উদ্দিন। সোমবার বেলা আড়াইটা নাগাদ শিলচর-ইম্ফল জাতীয় সড়কের রংপুর নরসিং আখড়ার সামনে নৈশবাসের ধাক্কায় মৃত্যু হয় মঈন উদ্দিন লস্করের। জানা যায়, মঈন উদ্দিন লস্কর ও তার শ্যালক স্কুটি করে উধারবন্দ ফেরার পথে রংপুর আখড়ার সামনে পেছন দিক থেকে আসা একটি বাস ধাক্কা দেয়। মঈন উদ্দিন স্কুটির পেছনে বসে ছিলেন বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান। অল্পবিস্তর আহত হন শ্যালক। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেলেও বাঁশকান্দি পুলিশ সেখানে আটক করতে সক্ষম হয়েছে।