শিলচর, ১৪ ডিসেম্বর: মৌমাছির উৎপাতে অবস্থা সঙ্গীন হয়ে পড়েছে সোনাবাড়িঘাট সহ সংলগ্ন এলাকার লোকেদের। গত শনিবার মৌমাছির দলবদ্ধ হানার মুখে পড়ে মৃত্যু ঘটে সোনা বাড়ি ঘাট দ্বিতীয় খন্ডের বাসিন্দা নবরুননেছা বড় ভূঁইয়া নামে এক মহিলার। বৃহস্পতিবার তাকে কামড়ে ছিল এক ঝাঁক মৌমাছি। এরপর তার মৃত্যু ঘটে শনিবার। এই ঘটনার পরও লেগে রয়েছে মৌমাছির আক্রমণ। গত কয়েকদিনে আক্রমণের মুখে পড়ে আহত হয়েছেন কমপক্ষে কুড়িজন। এতে আতঙ্কে অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সোনা বাড়ি ঘাট প্রথম খন্ড এলাকায় রাস্তার পাশে একটি গাছে বড়মাপের মৌমাছির চাক রয়েছে। সেই চাক থেকেই ঝাকে ঝাকে মৌমাছি উড়ে এসে আক্রমণ চালাচ্ছে। যদিও এই অবস্থা থেকে তাদের রক্ষা করতে এগিয়ে আসছেন না কেউই। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এ নিয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করলে বনকর্তারা বলছেন, এটা তাদের দায়িত্ব নয়। জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারাও গুরুত্ব দিচ্ছেন না ব্যাপারটাতে।