অনলাইন ডেস্ক : মেশিনে তৈরি গামছা, মেখলা, আরনাই বিক্রয় বন্ধ করতে রাজ্য সরকারের এক নির্দেশে অভিযান শুরু করেছে হস্ততাত শিল্প বিভাগ।রাজ্য সরকারের হস্ততাত শিল্প বিভাগের সন্ঝালকের এক নির্দেশে কাছাড় জেলার বিভাগীয় আধিকারিক এই অভিযান শুরু করেছেন।আজ বৃহস্পতিবার লক্ষীপুর শহরে কাপড়ের দোকানে দোকানে গিয়ে ভিন্ন রাজ্য থেকে আমদানি করা, কিংবা মেশিনে তৈরি করা গামছা, মেখলা, আরনাই বিক্রয় বন্ধ করার নির্দেশ দিয়েছেন কাছাড় জেলার হস্ততাত বিভাগের আধিকারিক গন। আজ থেকেই এই নির্দেশ কার্যকর করা হয়েছে বলে কাপড় ব্যবসায়ীদের জানিয়ে দেন বিভাগীয় কর্মকর্তা।এখন থেকে মেশিনে তৈরি গামছা, মেখলা, আরনাই বিক্রয় করা যাবেনা, হাতে তৈরি স্থানীয় হস্ততাতের গামছা, মেখলা, আরনাই বিক্রয় করতে হবে। বৃহস্পতিবার হস্ততাত বিভাগের কর্মীরা লক্ষীপুর শহরে অভিযান চালিয়ে কাপড় ব্যবসায়ীদের এই নির্দেশ দেওয়া হয়েছে। হাতে বোনা তৈরি গামছা, মেখলা বিক্রয়ে অনীহা দেখা দিয়েছে। এতে স্থানীয় ভাবে এই ব্যবসা মার খাচ্ছে।হস্ততাত তৈরি স্থানীয় গামছা ,মেখলা, আরনাই উচিত মূল্যে রাজ্য সরকার ক্রয় করবে এবং এসব এখন বাজারজাত করা হবে।বাইরের তৈরি কোন গামছা, মেখলা, আরনাই বাজারে বিক্রয় করা যাবেনা।এতে সরকারি ভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।সেই নির্দেশ কার্যকর করতে অভিযানে নেমেছে কাছাড় জেলার হস্ততাত শিল্প বিভাগ।