অনলাইন ডেস্ক : এ দেশের মুসলিম সমাজের মানুষকে অন্যান্য সমাজের মানুষ কেন হিংসা ও ঘৃণা করেন সেটার কারণ অনুসন্ধানের আহ্বান জানালেন সর্বভারতীয় জমিয়ত উলামার উপ সভাপতি মওলানা সৈয়দ আসজদ মদনি। তিনি বলেন,এ দেশে কোটি কোটি মুসলমানের বসবাস।রয়েছে মসজিদ-মাদ্রাসা। সবাই নামাজ,রোজা,হজ,জাকাত আদায় করছেন।তারপরও কেন মুসলমানদের প্রতি এত বিদ্বেষ এ প্রশ্ন তুলেন তিনি। বলেন, আমরা আজ বাহ্যিক নামধারী মুসলমান হয়ে গেছি।কিন্তু সবাইকে প্রকৃত মুসলমান হতে হবে। তিনি এক আল্লাকে ভয় এবং নবি হজরত মহম্মদের প্রদর্শিত পথকে অনুসরণ করে জীবন গঠনের আর্জি জানান।
তাঁর কথায়, প্রিয় নবি হজরত মহম্মদ তাঁর জীবদ্দশায় বড়দের পাশাপাশি বয়সে ছোটদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখিয়ে গেছেন।পাড়া-প্রতিবেশী,বাস ও ট্রেনের সহযাত্রী সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় তাও দেখিয়ে গেছেন। এদিন তিনি মা-বাবার প্রতি ছেলেমেয়েদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।তিনি বলেন,মা-বাবার প্রতি অবহেলা করলে ছেলেমেয়েদের কোনও এবাদত কাজে আসবে না। উল্লেখ্য,গত শুক্রবার জয়নগর,বড়যাত্রাপুর,বড়খলা,বুড়িবাইল ও ফুলবাড়ি আঞ্চলিক জমিয়ত উলামার ব্যবস্থাপনায় ও কাছাড় জেলা জমিয়তের উদ্যোগে রানিঘাটে এক দ্বীনি সমাবেশ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।মহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল সৈয়দ আসজদ মদনির। কিন্ত ঘন কুয়াশার জন্য ট্রেন বিলম্বে চলায় তিনি এদিন মহফিলে উপস্থিত হতে পারেননি। তবে পরদিন শনিবার অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য ও বিশেষ প্রার্থনা করেন তিনি। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আসাম রাজ্য জমিয়ত উলামার উপ-সভাপতি তথা কাছাড় জেলা কমিটির সভাপতি শেখ মওলানা মাহমুদুল হাসান। সমাবেশে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ও সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভৃইয়া।বিশিষ্ট অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দারুল উলুম বাঁশকান্দি মাদ্রাসার শেয়খুল হাদিস মওলানা আলিম উদ্দিন,দারুল উলুম বাঁশকান্দি মাদ্রাসার মহদ্দিস মওলানা ফয়জুল হক রাজবড়ভূইয়া, ত্রিপুরা রাঙ্গামাটি মাদ্রাসার শিক্ষক মওলানা আলমগীর আলম কাসিমি, পূর্ব গোবিন্দপুরের মওলানা হেলাল আরসাদ লস্কর, লাঠিমারার মওলানা সালেহ আহমদ,দারুল উলুম বাঁশকান্দি মাদ্রাসার কিরাত ও তজবিদ বিভাগের শিক্ষক কারি মওলানা রিয়াজ উদ্দিন। তারা দেশের ঐক্য, শান্তি এবং প্রগতি সহ সমাজ সংস্কার, আত্মশুদ্ধি, মানবতা এবং উন্নত চরিত্র গঠন,যাবতীয় অপকর্ম বর্জন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেন। সমাবেশে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলা জমিয়তের উপ সভাপতি মওলানা লুৎফুর রহমান লস্কর, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ তৈয়বুর রহমান লস্কর, জেলা এআইইউডিএফের সভাপতি সামিনুল হক বড়ভূইয়া, বরাকপার আঞ্চলিক জমিয়তের সভাপতি আব্দুর রেজাক মজুমদার, প্রবীণ নাগরিক মওলানা আব্দুস সালাম বড়ভূইয়া, মালুয়া-শ্রীগৌরী জেলা পরিষদ সদস্য এনাম উদ্দিন, উমরপুর জিপি সভাপতি আসুক উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক আবুল হায়াত রাজু সহ জমিয়তের বিভিন্ন আঞ্চলিকের কর্মকর্তারা। সুন্দর-সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন অভ্যর্থনা কমিটির সভাপতি হিফজুর রহমান বড়ভূইয়া, উপ সভাপতি মওলানা নাসির উদ্দিন লস্কর, সম্পাদক বদরুল ইসলাম বড়লস্কর, যুগ্ম সম্পাদক নাসিম আহমদ বডভূইয়া এবং প্রচার সচিব হাফিজ ইব্রাহিম আহমদ বডভূইয়া।