অনলাইন ডেস্ক : মিস বরাক খেতাব জয় করলেন শিলচরের অদিতি সিনহা। শনিবার শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত মিস বরাক প্রতিযোগিতায় অংশ নেন ১১ প্রতিযোগী। বিচারকদের রায়ে সেরা হন অদিতি। তাকে বিজয়ীর মুকুট পরিয়ে সম্মান জানায় সুন্দরী প্রতিযোগিতার আয়োজক এএস প্রোডাকশন। শিলচর সোনাই রোড এলাকার গোপাল আখড়া রোডের বাসিন্দা উমাশঙ্কর সিনহা ও মীনা সিনহাদের বড় মেয়ে অদিতি উচ্চমাধ্যমিক পাস করে বর্তমানে কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি ফ্যাশন ওয়ার্ল্ড-এর প্রতিও রয়েছে আকর্ষণ। যে কারণে পড়াশোনার পাশাপাশি বাইরে গিয়েও কিছু করার বাসনা রয়েছে তার। অদিতির সাফল্যে খুশির হাওয়া বইছে তার পরিচিত মহলে।