অনলাইন ডেস্ক : বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার (বাকস ) মিডিয়া ক্রিকেট ফেস্টের সেমিফাইনালে জায়গা করে নিল শিবদুর্গা মিডিয়া পান্থার্স। তারা দিনের প্রথম ম্যাচে রোজকান্দি প্রেস ফাইটারকে পরাস্ত করে। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে চার উইকেট হারিয়ে ১০১ রান করতে পারে রোজকান্দি। দুই ওপেনার শিবানন্দ সিং (৪৬) এবং তাহের মজুমদার (২২) ভালো শুরু করলেও বড় স্কোর গড়তে পারেনি তারা। বাপ্পা দাস ১৪ রান করেন। একটি করে উইকেট পান দেবাশীষ দাস, সুব্রত দাস, মোকসুদুল চৌধুরী। জবাবে খেলতে নেমে ১০.২ ওভারে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় শিবদূর্গা। ম্যাচের সেরা অমলাভ দাস ৪০ রান করেন। এছাড়াও ব্যাট হাতে রান পান শিবম দত্ত (২৪) এবং সুব্রত দাস (১৯)। রোজকান্দির গনেশ নন্দী দু উইকেট নেন।
দিনের অপর খেলায় হাইলাকান্দি নিউজ রোকর্স ৬০ রানে হারায় বিষ্ণুপ্রিয়া প্রেস ফাইটারকে। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্মল সিনহার ঝড়ো অর্ধশতরানে চার উইকেটে ১৩৫ রান করে হাইলাকান্দি। নির্মল ৬৯ এবং আব্দুল কাইয়ুম ৩৩ রান করেন। দেবাশীষ সোম দু উইকেট নেন। জবাবে খেলতে নেমে আট উইকেটে ৭৫ রানই করতে পারে প্রেস ফাইটার। নীলোৎপল দেব (১৬) এবং দেবাশীষ সোম (১৩) ছাড়া কেউই দু অংকের রান পাননি। পিন্টু শুক্লবৈদ্য, রাজ মালাকার, বিমান সিনহা প্রত্যেকে দুটি করে উইকেট পান। এই হারে আসর থেকে ছিটকে গেল প্রেস ফাইটার। বৃহস্পতিবার শীর্ষস্থানের জন্য লড়বে করিমগঞ্জ এবং হাইলাকান্দি। এর আগে মরণ বাঁচন লড়াইয়ে মুখোমুখি হবে মলিন শর্মা খবর হিরোজ এবং রোজকান্দি প্রেস ফাইটার।