অনলাইন ডেস্ক : নিজের দল হেরে গেলেও মিডিয়া ক্রিকেট ফেস্ট -র দ্বাদশ সংস্করণকে শতরান শূন্য হতে দিলেননা অরুণাচল এসএসের ব্যাটার নিরুপম দাস। রুবিকা প্রেস ফাইটার্সের কাছে আজ তার দল হেরে গেলেও ১০০ রানের একটি ঝকঝকে শতক উপহার দেন তিনি। সেই সঙ্গে দ্বাদশ মিডিয়া ফেস্টের রেকর্ড বুকে আরও একটি শব্দ জুড়ে দিলেন তিনি। অবশ্য আজ গ্রুপ লিগের খেলায় হেরে গেলেও পয়েন্টের হিসেবে সেমিফাইনালে গেছে অরুণাচল এসএস। সোমবার দ্বিতীয় সেমিফাইনালে ফের ব্যাট হাতে ২২ গজে খেলতে দেখা যাবে তাকে।
রবিবার গ্রুপ লিগের শেষ দুটি ম্যাচে জয়ী হয়েছে এবি কালোয়ার খবর হিরোজ ও রুবিকা প্রেস ফাইটার্স।
প্রথম ম্যাচে খবর হিরোজ ৯ উইকেটে হারিয়েছে জানিগন্জ মিডিয়া প্যান্থার্সকে। প্রথম ব্যাটিংয়ে গিয়ে জানিগন্জ মিডিয়া প্যান্থার্স ১০.৪ ওভারের সামনা করে মাত্র ৫৩ রানে অলআউট হয়ে যায়। তাদের ইনিংসে একমাত্র শ্যাম সিনহা (২৫) ভালো রান করেছেন। তাছাড়া ৫ রান আসে দেবাশিস সোমের ব্যাট থেকে। তাদের ইনিংসে ধস নামাতে অভিজিৎ পাল ৭ রানের বিনিময়ে তুলে নেন ৫ উইকেট। অভিজিত দেব ও পিন্টু শুক্লবৈদ্য ১ টি করে উইকেট পান। জবাবে খবর হিরোজ ব্যাট করতে গিয়ে ৫.২ ওভারে ১ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। জানিগন্জের হয়ে একমাত্র উইকেটটি পান নবেন্দু মালাকার।
দিনের অপর ম্যাচে রুবিকা প্রেস ফাইটার্স ২ রানে হারিয়ে দিয়েছে অরুণাচল এসএসকে। প্রথম ব্যাটিংয়ে ১৫ ওভারে ৩ উইকেটে ১৪৭ রান করে। দুর্দান্ত ফর্মে থাকা বাপন গোস্বামী (৫০) অর্ধ শতরান করেন। ৩৪ বলের সামনা করেছেন বাপন। সত্যজিত শুক্লবৈদ্য ৩৫ রান করে অপরাজিত থাকেন। এছাড়া দেবাশিস দাস (২১) উল্লেখযোগ্য রান করেন। অতিরিক্ত থেকে তারা পেয়েছে ৩৮ রান। বিপক্ষের বাপী নাথ ২ ও সুব্রত দাস ১ উইকেট পান। জবাবে অরুণাচল এসএস ১৪৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে গিয়ে ৯ উইকেট হারিয়ে থেমে যায় ২ রান দূরে থাকতে। ৪১ বল খেলে ঝড়ো ১০০ রান করেন নিরূপম। এছাড়া ভালো রান করেন বেদব্রত ব্যানার্জী (১৯) ও অজিত দাস (১১)। রুবিকার হয়ে তাপস নাথ ২০ রানের বিনিময়ে পান ৩ উইকেট। বিমান সিনহা ২ ও শুভেন্দু দাশ ১ উইকেট পান।
সোমবার হবে দুটি সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে রুবিকা প্রেস ফাইটার্সের মুখোমুখি হবে এবি কালোয়ার খবর হিরোজ। দ্বিতীয় সেমিফাইনালে অরুণাচল এসএসের প্রতিপক্ষ খুশি মিডিয়া চ্যালেন্জার্স।