অনলাইন ডেস্ক : মিজোরামে পাচারের পথে শিলচর রামনগর বাইপাস এলাকায় উদ্ধার করা হলো ১৪ টি কুকুর, সঙ্গে আটক করা হয়েছে তিন পাচারকারীকে।
আটক করা হয়েছে রেজুল হোসেন বড়ভূঁইয়া (২৭), আব্দুল সালাম মজুমদার (১৮) ও আনোয়ার হোসেন বড়ভূঁইয়া (২৮) এই তিনজনকে। তিনজনই হাইলাকান্দি জেলার আলগাপুরের চন্ডিপুর এলাকার বাসিন্দা। জানা গেছে এরা একটি গাড়িতে করে কুকুরগুলিকে নিয়ে যাচ্ছিল। এই খবর আগেই পেয়ে গিয়েছিলেন আশ্রয় নামে করিমগঞ্জের এক পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। খবর পেয়ে শিলচরে এসে তারা স্থানীয় পুলিশ এবং পশুপ্রেমী সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে বাইপাসে ওৎ পেতে থাকেন। রেজুল হোসেনরা গাড়িতে করে কুকুর নিয়ে সেখানে পৌঁছাতেই তাদের আটক করা হয়।
আশ্রয়ের সদস্যরা জানান আলগাপুর থেকে মিজোরামে কুকুর পাচার করা হচ্ছে এই খবর পেয়ে মঙ্গলবার রাতেই তারা শিলচরে চলে আসেন। এরপর স্থানীয় পুলিশ ও পশুপ্রেমীদের সঙ্গে নিয়ে শুরু করেন রামনগর এলাকায় নজরদারি। বুধবার কুকুর সহ গাড়ি রামনগরে পৌঁছাতেই আটক করা হয়। রেজুল হোসেনরা জানিয়েছে, তারা নেহাতই বাহক। আলগাপুরের বাসিন্দা হিলাল নামে এক ব্যক্তি কুকুর পাঠাচ্ছিল মিজোরামে এক মিজো মহিলার কাছে।