গুয়াহাটি, ১৩ ডিসেম্বর : নয়াদিল্লির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহপ্রবণ মানব পাচার চক্রের হেফাজত থেকে অসমের পাঁচ যুবতীকে উদ্ধার করা হয়েছে মঙ্গলবার। ওই পাঁচ যুবতী শোনিতপুর থেকে নিখোজ হয়েছিলেন।
শোনিতপুর জেলার পুলিশ সুপার সুশান্তবিশ্ব শর্মা সংবাদ মাধ্যমকে এ খবর জানিয়ে বলেন, ওই পাঁচ যুবতী এ বছর সেপ্টেম্বর মাসে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরে পরিবারের পক্ষ থেকে নিখোজ মামলা নথিভুক্ত করা হয়। নিখোঁজ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে তিনমাস পর এদের উদ্ধার করতে সক্ষম হয়। সম্ভবত উদ্ধার হওয়া যুবতীদের নিয়ে অসম পুলিশের দল মঙ্গলবার রাতে শোনিতপুর পৌছবে বলে জানান পুলিশ সুপার শর্মা। এদের উদ্ধার করা হয় অসম এবং দিল্লি পুলিশের যৌথ অভিযানের মাধ্যমে। তাদের নয়াদিল্লির গাজিয়াবাদ, ফরিদাবাদ এবং দক্ষিণ দিল্লির কয়েকটি ডেরা থেকে উদ্ধার করা হয়েছে। যুবতী অপহরণের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ভদ্রা ওরাঙ নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। তাঁকে জিজ্ঞেসাবাদের মাধ্যমে পরবর্তী তদন্ত চলবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।