অনলাইন ডেস্ক : আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদ (সেবা) পরিচালিত মাধ্যমিক পরীক্ষা।
এবার কাছাড়ে ৪১টি পরীক্ষা কেন্দ্র সহ আরও ৬টি অতিরিক্ত কেন্দ্র মিলিয়ে পরীক্ষা গ্রহণ করা হবে মোট ৪৭ টি স্কুলে। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৪,৫৯০, এরমধ্যে ছাত্র-১১০২৫ এবং ছাত্রী-১৩৫৬৫। সেবার সূত্রে জানা গেছে জেলায় মোট ৪১টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ১২০৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে বিহাড়া যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি স্কুল কেন্দ্রে। এরপর সবচেয়ে বেশি ১১৭৮ জন পরীক্ষার্থী রয়েছে কালাইন হায়ার সেকেন্ডারি স্কুল কেন্দ্রে। সবচেয়ে কম ২৬০ জন পরীক্ষার্থী রয়েছে শিলচর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল কেন্দ্রে।