অনলাইন ডেস্ক : শিলচরের বুকে ন্যাক্কারজনক ঘটনা ঘটল। ক্লাব রোডে ক্ষুধিরাম মূর্তির উল্টোদিকে স্থিত ম্যাক্স নামে এক মলে দুই যুবতীর কাপড় বদলের ভিডিও ক্যামেরাবন্দী করে ফেলে সেই মলেরই এক পুরুষ কর্মী। পরে পুলিশ গ্রেফতার করেছে বিকাশ ঘোষ নামে মলের সেই কর্মীকে। এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণ অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যার দিকে শহরেরই দুই যুবতী বিতর্কিত মলে কেনাকাটার জন্য গিয়েছিলেন। ড্রেসের ফিটিংস ঠিক আছে কিনা সেটা দেখার জন্য উভয়ে ট্রায়াল রুমে যান। তখন নাকি অভিযুক্ত বিকাশ ঘোষ তাদের কাপড় বদলের ভিডিও করে নেয়। কোনো উপায়ে যুবতীরা বিষয়টা টের পেলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। মলের ম্যানেজারও এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি। ততক্ষনে যুবতীদের পরিচিতরা মলে এসে পুলিশে খবর দেন। পুলিশ এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক করে বিকাশ ঘোষকে। অভিযুক্ত বিকাশ ঘোষের কথা অনুযায়ী, বেশ কিছুদিন ধরে মলে চুরির অভিযোগ আসছিলো। সেজন্যই নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে।
নজরদারি? এই বলে ট্রায়াল রুমের ভিডিও! পুলিশ বিষয়টা খতিয়ে দেখছে বলে জানিয়েছে।