অনলাইন ডেস্ক : ২০২৪ এর লোকসভা নির্বাচনে বরাক উপত্যকার দুটি আসনের মধ্যে একটিতে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড় করাতে পারে নতুন কাউকে। দলের ভেতর থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন সূত্রে বেরিয়ে এসেছে এমন বার্তা। এরমধ্যে দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক (সাংগঠনিক) ফণীন্দ্রনাথ শর্মা তাৎপর্যপূর্ণভাবে মন্তব্য করেছেন, ভোটারদের মন বুঝেই চয়ন করা হবে প্রার্থী। শুক্রবার বরাক উপত্যকা সফরে এসে শর্মা শিলচরে দলীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এরপর যোগ দেন সামাজিক মাধ্যম সম্মেলনেও। ইটখোলায় দলীয় কার্যালয়ে এই দুটি কার্যসূচিতে যোগ দেওয়ার ফাঁকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এক প্রশ্নের উত্তরে প্রার্থী চয়ন নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, শুধু বরাক উপত্যকার দুই আসনই নয়, রাজ্যের সবকটি আসনেই প্রার্থী চয়ন নির্ভর করবে ভোটারদের মতিগতির উপর।
প্রসঙ্গত, এ রাজ্যে এবার প্রার্থী চয়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে দল। ইতিমধ্যে সংশ্লিষ্ট ভোটারদের মন বুঝতে এর জন্য তিন দফা সার্ভে হয়ে গেছে। আরও দুই দফা সার্ভে হওয়ার কথা। তিনি অবশ্য এসব সার্ভে নিয়ে কিছু বলেননি। তবে ভোটারদের মতিগতির কথা বলে বুঝিয়ে দিয়েছেন, এবার অনেক কিছুই নির্ভর করবে সার্ভে রিপোর্টের উপর। প্রার্থী চয়নের পাশাপাশি দলের সঙ্গে বর্তমানে সম্পর্ক না থাকা প্রাক্তন কর্মকর্তাদের ফিরিয়ে আনা নিয়ে যেসব কথা বাজারে চাউর হয়েছে, এ নিয়ে জিজ্ঞেস করলে তিনি সরাসরি কিছু না বলে ধোঁয়াশা রেখে জবাব দেন-” দলের বাইরে কিছু নেই, যারা দলের সদস্য তারা সব দলেই রয়েছেন।”
এদিন দলীয় কার্যালয়ে দলের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে তিনি চলতি মহা জনসম্পর্ক অভিযান এবং এর অঙ্গ হিসেবে আগামী ১৪ জুন শিলচরে অনুষ্ঠিত হতে যাওয়া সভাকে সফল করে তোলার জন্য বিশেষভাবে আলোচনা করেন বলে জানা গেছে। এরপর সামাজিক মাধ্যম সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দলের সংশ্লিষ্ট কর্মীদের এক্ষেত্রে প্রচারে বিশেষ জোর দেওয়ার আহ্বান জানান। বর্তমান জমানায় সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার গুরুত্বের কথা তুলে ধরে তিনি বিভিন্ন প্রকল্পের হিতাধিকারীদের ছোট ছোট ভিডিও তৈরি করে আপলোড করার পরামর্শ দেন। শিলচরে কার্যসূচি সেরে তিনি রওনা হন হাইলাকান্দির উদ্দেশ্যে।