অনলাইন ডেস্ক : ধলাই উপনির্বাচনকে ঘিরে বিজেপি ভয় পেয়ে গেছে। এমন দাবি করলেন কংগ্রেসের বিধায়ক রেকিবউদ্দিন আহমদ। শনিবার ধলাই ভাগাবাজার এলাকায় দলের প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থের সমর্থনে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এমন দাবি করেন।
বক্তব্য রাখতে গিয়ে রেকিবউদ্দিন বলেন ধ্রুবজ্যোতি পুরকায়স্থ একজন খুব ভালো প্রার্থী। তার জনপ্রিয়তায় বিজেপি পরাজয়ের গন্ধ পেতে শুরু করেছে। তাই পরাজয়ের ভয়ে বর্তমানে ভোটারদের ভয় দেখানো থেকে ধরে কোনও চেষ্টাই বাকি রাখছে না। তবে বিজেপি যতই ভয় দেখাক বা হুমকি দিক, এতে কাজ হবার নয়। আজকাল আর ভয় পাওয়ার দিন নেই। সবাই জানেন দেড় বছর পর রাজ্যে পালা বদল ঘটে ক্ষমতায় আসছে কংগ্রেস। এছাড়া দিল্লিতেও আগামী দিনে পালা বদল ঘটে কংগ্রেসের সরকার হওয়াটা নিশ্চিত।তাই বিজেপির নেতা-মন্ত্রীদের ভীতি প্রদর্শনে কাজ হবার নয়। তিনি আরও বলেন, যে ধলাইয়ে বিজেপির নেতা-মন্ত্রীদের দেখাই মেলেনা বর্তমানে সেখানে ওই দলের নেতাদের লাইন লেগে গেছে। বিজেপি যে হারের ভয়ে ভীত হয়ে পড়েছে, ওই দলের নেতাদের লাইন দিয়ে ধলাইয়ে হাজির হওয়াও এর প্রমাণ।
কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতির প্রশংসা করার পাশাপাশি রেকিব উদ্দিন বক্তব্য রাখতে গিয়ে তার বাবা প্রয়াত দীরেন্দ্র পুরকায়স্থের কথাও উল্লেখ করেন। বলেন ধলাই -এর দুবারের বিদায় হোক দীগেন্দ্র বাবু ছিলেন একজন স্বচ্ছ ও স্বজন ব্যক্তি। যার প্রতিফলন দেখা যাচ্ছে ধ্রুবজ্যোতির মধ্যেও।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, জালাল উদ্দিন মজুমদার, তমাল বনিক প্রমুখ।