অনলাইন ডেস্ক : বদরপুর-জোয়াই জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে সরব হলো কংগ্রেস। এক সপ্তাহের মধ্যে সংস্কারের কাজ শুরু না হলে, সড়কটি বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।
সোমবার কালাইন ও কাটিগড়া ব্লক কংগ্রেসের কর্মকর্তারা দলের জেলা সভাপতি অভিজিৎ পাল এবং বিধায়ক জলিল উদ্দিন মজুমদার সহ সাক্ষাৎ করেন জেলাআয়ুক্তের সঙ্গে। তারা সড়কটি সংস্কারের দাবি জানিয়ে জেলা আয়ুত্তকে তুলে দেন স্মারকপত্র।
স্মারকপত্র তুলে দেওয়ার পর অভিজিৎ পাল ও খলিল উদ্দিন মজুমদাররা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সড়কটির বেহাল অবস্থা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। তারা উষ্মা ব্যক্ত করে বলেন, এদিন জেলাআয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে সড়কটির বেহাল অবস্থার দরুন শিলং, গুয়াহাটি সহ অন্যান্য এলাকায় যাতায়াতের ক্ষেত্রে বরাকবাসীকে কিভাবে ভুগতে হচ্ছে তা তুলে ধরেন। এসব শুনে জেলাআয়ুক্ত পরামর্শ দেন বরাকবাসী যেন হাফলং সড়ক হয়ে যাতায়াত করেন। অভিজিৎরা বলেন, জেলাশাসকই যখন বলছেন হাফলং সড়ক হয়ে যাতায়াত করতে, তখন বোধহয় বদরপুর-জোয়াই সড়কটি খোলা রাখার আর প্রয়োজন নেই। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন, সাতদিন দেখবেন। এর মধ্যে বদরপুর-জোয়াই সড়কের সংস্কার কাজ শুরু না হলে তারা বন্ধ করে দেবেন ওই সডক।
ক্ষোভের সুরে অভিজিৎরা বলেন, বদরপুর- জোয়াই জাতীয় সড়কের অবস্থা এমনই হয়ে উঠেছে যে, তা আর সড়ক বলে গণ্য করা যায় না। বলা উচিত খোয়ড়, যার দরুন যাতায়াতের ক্ষেত্রে প্রতিনিয়ত ভুগতে হচ্ছে বরাকবাসিকে। এমন কি গুয়াহাটির কোনও হাসপাতাল বা শিলং-এর নিগ্রিমসে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় আটকে থেকে পথেই মৃত্যু ঘটছে অনেক রোগীর। অথচ সরকার এ ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার।