অনলাইন ডেস্ক : রাজ্যের জল সম্পদ ও তথ্য জনসংযোগ মন্ত্রী পীযুষ হাজরিকা দুদিনের বরাক উপত্যকা সফরসূচি নিয়ে বুধবার শিলচর আসছেন।ওইদিন সকাল ১১-১০ মিনিটে কুম্ভিরগ্রাম বিমানবন্দর পৌছে সেখান থেকে সরাসরি হাইলাকান্দির উদ্দেশে যাত্রা করবেন তবে তিনি।যাবার পথে মন্ত্রী আলগাপুর বিধানসভার অন্তর্গত কাটাখাল ও বকরিহাওর এলাকার জল সম্পদ বিভাগের বাধ পরিদর্শন করবেন। এদিন হাইলকান্দি সার্কিট হাউসে দুপুরের আহার সেরে মন্ত্রী দুপুর ১-৩০ মিনিটে সড়ক পথে নিভিয়া ও রাতাবাড়ির উদ্দেশে রওয়ানা হবেন।সেখানে তিনি জল সম্পদ বিভাগের বাধ পরিদর্শন করবেন।এরপর বিকেল ৩-৩০ মিনিটে পাথারকান্দির উদ্দেশ্যে সড়কপথে রওয়ানা হবেন।সেখানে জল সম্পদ বিভাগের বাধগুলি পরিদর্শন করে বিকেলে করিমগন্জ ফিরে আসবেন মন্ত্রী হাজরিকা।করিমগন্জে সন্ধ্যা ছটায় বিজেপি কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করে রাত সাতটায় করিমগন্জে জেলাশাসকের কার্যালয়ে বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করার কর্মসূচি রয়েছে মন্ত্রীর ।মন্ত্রী হাজরিকার রাত্রি যাপন কথা রয়েছে করিমগন্জ সার্কিট হাউসে। ৪ মে মন্ত্রী হাজরিকা সকাল ৮-৩০ মিনিটে শিলচর পৌছে সার্কিট হাউসে প্রাতরাশ করবেন।এদিন শিলচরে মন্ত্রীর সফরসূচির মধ্যে রয়েছে সোনাই ও শিলচর বিধানসভা এলাকার কৃষ্ণপুর, সোনাবাড়িঘাট,বেতুকান্দি এবং অন্নপূর্ণাঘাট এলাকার জল সম্পদ বিভাগের বাধগুলি পরিদর্শন । পরে সার্কিট হাউসে দুপুরের আহার সেরে মানিকপুরে বরাকের ভাঙ্গন পরিদর্শন করে কাটিগড়ার উদ্দেশে রওয়ানা হবেন।সেখানে জল সম্পদ বিভাগের নির্মিয়মান কাজ পরিদর্শন করে সড়কপথে গুয়াহাটির উদ্দেশে রওয়ানা হবেন মন্ত্রী হাজরিকা ।