অনলাইন ডেস্ক : শিলচর শহরতলির বেরেঙ্গা তৃতীয় খন্ড বাগাড়হর এলাকা থেকে ফের বাজেয়াপ্ত করা হলো নেশা সামগ্রী।
শনিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বাগাডহর এলাকা থেকে বাজেয়াপ্ত করে নেশায় ব্যবহৃত ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট। সঙ্গে গ্রেফতার করা হয়েছে সাহারুল ইসলাম মজুমদার ও সমীর হোসেন লস্কর নামে দুজনকে।
পুলিশ সুপার নূমল মাহাতো জানিয়েছেন গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে সাহারুলের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় এসব ট্যাবলেট। তাকে গ্রেফতারের পাশাপাশি গ্রেফতার করা হয় তার সঙ্গে সমীর হোসেন ওরফে বাবুলকেও। পুলিশ সুপার জানান বাজেয়াপ্ত করা ট্যাবলেটের মূল্য প্রায় ৪ কোটি টাকা।
পুলিশ সুপার জানান, সাম্প্রতিক কালেও বাগাডহর এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী। এরপর এবার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করার পর ওই এলাকার দিকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
ধৃত সাহারুল ও সমীরনকে বর্তমানে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানিয়ে পুলিশ সুপার বলেন এদের পেছনে কারা রয়েছে বর্তমানে তাদের খোঁজ খবর চলছে।