অনলাইন ডেস্ক : বাইকের ধাক্কায় মৃত্যু ঘটলো পথচারীর। রবিবার বিকেল তিনটা নাগাদ এই ঘটনা ঘটে শিলচর শহর সংলগ্ন ভজন্তিপুর তৃতীয় খন্ডে। হত নন্দন দে (৩০) ছিলেন ওই এলাকারই বাসিন্দা। ঘটনার পর স্থানীয় লোকেরা উত্তেজিত হয়ে পথ অবরোধ করেন। এতে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় যান চলাচল। জানা গেছে নন্দন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বাইক দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা মারে। এতে তিনি গুরুতর আহত হন। এই অবস্থায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার পর উত্তেজিত স্থানীয় লোকেরা ঘটনাস্থলে পথ অবরোধ করেন। তারা একাংশ চালকের বেপরোয়া যানবাহন চালনা রুখতে পুলিশের ব্যর্থতার অভিযোগ এনে সরব হন। তবে বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশ তাদের বুঝিয়ে শুনিয়ে রাস্তা মুক্ত করাতে সক্ষম হয়। পুলিশের এক সূত্র জানান ঘটনার পর ঘাতক বাইকের চালক বাইক ফেলে পালিয়ে যায়। বর্তমানে তার খোঁজ চলছে।