অনলাইন ডেস্ক : বরাক উপত্যকার ৫ শহর করিমগঞ্জ, হাইলাকান্দি, রামকৃষ্ণনগর, লালা ও সোনাই সহ রাজ্যের ১১ টি শহরের মাস্টারপ্ল্যানে অনুমোদন জানালো অসম নগর ও গ্রাম পরিকল্পনা উপদেষ্টা পরিষদ।
সোমবার দিশপুর জনতা ভবনে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব শহরের মাস্টার প্লেনে অনুমোদন জানানো হয়। বরাক উপত্যকার এই ৫ শহর ছাড়া অন্যান্য যেসব শহরের মাস্টার প্ল্যান অনুমোদন করা হয়েছে এর মধ্যে রয়েছে ডবকা, লংকা, লামডিং, হোজাই, মরাণ ও বিলাসিপাড়া।বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য দুই মন্ত্রী অশোক সিংহল ও যোগেন মহন সহ ৪ বিধায়ক রামকৃষ্ণ ঘোষ, আব্দুল আলী সরকার, কমলাক্ষ দে পুরকায়স্থ ও শিবু মিশ্ররা। উপস্থিত ছিলেন গৃহ নির্মাণ এবং নগর পরিক্রমা বিভাগের সচিব সহ অন্যান্য বিভাগের আধিকারিকরাও।
খবর অনুযায়ী বৈঠকে ১১ টি শহরে পর্যাপ্ত পরিমাণে উন্মুক্ত স্থান খুঁজে বের করে উদ্যান গড়ে তোলা সহ মাস্টার প্ল্যান এলাকার জলাশয় গুলোর জিও টেগিং করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে , আবর্জনা নিষ্কাশন প্রকল্প গুলো জলাশয় বা পরিবেশগতভাবে স্পর্শকাতর এলাকা থেকে দূরে নির্মাণ করার সহ আনুষঙ্গিক অন্যান্য নির্দেশও দেওয়া হয়েছে।
এর পাশাপাশি বৈঠকে কোনও নতুন নির্মাণ কাজের ক্ষেত্রে জল নিষ্কাশনের স্বাভাবিক গতি যাতে ব্যাহত না হয় তা নিরীক্ষণের জন্য বিভিন্ন জেলার জেলাশাসকদের নেতৃত্বে এক একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়।