• অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

বন্যা ব্যবস্থাপনা, পর্যালোচনা সভা করিমগঞ্জে

samayikprasanga by samayikprasanga
May 11, 2023
in অসম, বরাক উপত্যকা
0
বন্যা ব্যবস্থাপনা, পর্যালোচনা সভা করিমগঞ্জে

অনলাইন ডেস্ক: করিমগঞ্জে বৃহস্পতিবার জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে এডিসি ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখ্য কার্যবাহী আধিকারিক জেমস আইন্ডের পৌরোহিত্যে চলতি বছরে বর্ষার মরশুমে বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই পর্যালোচনা বৈঠকে সহযোগী বিভাগের কর্মকর্তা সহ আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কারিগরি পরামর্শদাতা রাজেশ দত্ত এবং প্রজেক্ট অফিসার সৈয়দ শারিক রহমান অংশগ্রহণ করেন।

সভায় করিমগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার সিজু দাস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিগত বছরের বন্যার ক্ষয়ক্ষতিসহ ত্রাণ ব্যবস্থা ইত্যাদির খতিয়ান তুলে ধরেন। তিনি জানান, ২০২৩-২৪ বছরের বন্যার জন্য প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে পুরো পরিকল্পনা তৈরি করা হয়েছে। এতে উদ্ধার ও ত্রাণ কার্য সুষ্ঠ রূপে পরিচালনা করতে পুরো জেলাকে সার্কেল অফিসারদের দায়িত্বে পাঁচটি জোনে ভাগ করা হয়েছে। সার্কেল পর্যায়ের আধিকারিক ও কর্মীরা উদ্ধার ও ত্রাণকার্যে জোনাল অফিসারকে সব ধরনের সহযোগিতা করবেন। উদ্ধারের কাজে এসডিআরএফ ও এনডিআরএফ-এর সাথে আপদা মিত্র, প্রতিরোধী বন্ধু, স্বেচ্ছাসেবক, সিডিএমসি, ডাব্লুডিএমসি, ভিএলএম সিসিদের কাজে লাগানো হবে। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতির নিরূপণ এবং পুনর্বাসন ইত্যাদির জন্য সার্কেল পর্যায়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে।

You might also like

জেউতি কলিতাকে অপসারণের দাবি ভক্তদের

পেহেলগাম নিয়ে পোস্ট, শিলচরে লেখিকাকে পুলিশের জিজ্ঞাসাবাদ

বিশ্ববিদ্যালয় যৌনকাণ্ড,গা ঢাকা দিলেন অভিযুক্ত অধ্যাপক, ছুটিতে যাবার নির্দেশ কর্তৃপক্ষের

এতে জানানো হয়, প্রয়োজনে অনুসারে জোনাল অফিসাররা ত্রাণ সামগ্রীর চাহিদা দাখিল করবেন। এ ব্যাপারে খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ থেকে ত্রাণ সামগ্রীর জন্য দরপত্র ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ত্রাণ সামগ্রীর সরবরাহকারী ও সরবরাহের হার নির্ধারণ করা হয়েছে এবং ত্রাণ সামগ্রী সংগ্রহ কমিটিও গঠিত হয়েছে। এতে এদিন জানানো হয় যে জেলায় ২১৯ টি বেশি এবং খুব বেশি বন্যা প্রবণ গ্রাম চিহ্নিত করা হয়েছে। ত্রাণ শিবির চিহ্নিত করা হয়েছে ১৭৪ টি, যার মধ্যে কোভিড প্রটোকল মেনে ১৬ হাজার ১১ জন আশ্রিতকে রাখার ক্ষমতা থাকছে। শিবিরগুলিতে শিশুদের সুবিধার স্থানও থাকবে। জেলায় নৌকার ব্যবস্থা রয়েছে ১০৩ টি যার মধ্যে আইআর নৌকা ৭ টি, ৭৯ টি দেশী নৌকা এবং ১৭ টি মোটর চালিত নৌকা রয়েছে। এসডিআরএফ পার্সোনালদের প্রাচুর্য রয়েছে ২৬ জন। পাশাপাশি ৬ জন ডুবুরি রয়েছেন। গবাদি পশুর জন্য ৮ জায়গায় উঁচু স্থান চিহ্নিত রয়েছে। অস্থায়ী হেলিপেডের জন্য ৯ টি স্থান চিহ্নিত করা হয়েছে। খাদ্য সামগ্রী, ঔষধ, জ্বালানি ইত্যাদির পর্যাপ্ত ভান্ডার মজুদ রয়েছে। সব পাইকারি ও খুচরো বিক্রেতাদের খাদ্য সামগ্রীর পর্যাপ্ত ভান্ডার মজুদ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, ভারতীয় খাদ্য নিগমের এরিয়া ম্যানেজারকে বদরপুর ঘাট ও নিলাম বাজারে বর্ষার মরসুমে বন্যা পরিস্থিতির মোকাবিলায় চালের পর্যাপ্ত ভান্ডার মজুত রাখতে বলা হয়েছে। জরুরিকালীন পরিস্থিতির মোকাবিলায় জেলায় সব এলপিজি ডিস্ট্রিবিউটরদের পর্যাপ্ত গ্যাস সিলিন্ডার এবং মোটর স্পিরিট ও হাই স্পিড ডিজেল ডিলারদের অন্তত ৩ হাজার লিটার ডিজেল এবং ১ হাজার লিটার মোটর স্পিরিট মজুত রাখতে বলা হয়েছে। সভায় জানানো হয় যে বন্যার জন্য জেলায় জরুরি ঔষধের ভান্ডার মজুত রয়েছে। প্রতিটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং চিকিৎসকদের প্রতিটি জোন, সাব-জোন ও আরবান সেক্টরের জন্য চিহ্নিত করে রাখা হয়েছে। যারা বন্যাকালীন পরিস্থিতিতে ত্রাণ শিবির এবং বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা প্রদান করবেন। গবাদি পশুর জন্য জরুরিকালীন ঔষধ মজুত রয়েছে। চলতি প্রাক বর্ষাকালীন টিকাকরণের জন্য গবাদি পশুর ৪৬ হাজার টিকার ডোজ পাওয়া গেছে। গো-খাদ্যের জন্য ১৫ হাজার কুইন্টাল গো-খাদ্যের অগ্রিম চাহিদা সরকারের কাছে জমা করা হয়েছে।

এ ব্যাপারে সরবরাহকারি ও মূল্য হার নির্ধারণ করে রাখা হয়েছে। এতে জানানো হয়, এসডিআরএফের কাজের অধীনে নদী বাঁধের ১৮ টি স্থান চিহ্নিত করা হয়েছে যার মধ্যে জলে প্লাবিত হয়ে যাওয়া এবং দুর্বল অবস্থানে থাকা বাঁধ রয়েছে। এগুলির ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকে জানানো হয় যে বন্যা পরিস্থিতিতে বিশুদ্ধ পানীয় জলের পাউচ প্রস্তুত করার জন্য একসাথে ১০ হাজার প্যাকেট তৈরি করার মত যন্ত্র সচল রয়েছে। পাশাপাশি জল বিশুদ্ধিকরণের জন্য হ্যালোজেন ট্যাবলেট ও অন্য রসায়নের ভান্ডার মজুত আছে। এদিকে ডিস্ট্রিক্ট ইমার্জেন্সি অপারেশন সেন্টার বা ডিইওসি-র টোল ফ্রি কন্ট্রোল রুম নম্বর ১০৭৭ এবং ০৩৮৪৩-২৬৫১৪৪ চব্বিশ  ঘন্টা কার্যকরী রয়েছে। পাশাপাশি রয়েছে জল সম্পদ বিভাগের ২৪ ঘন্টা কার্যকরী থাকা কন্ট্রোল রুম, নম্বর ০৩৮৪৩-২৬২১৮০।

এছাড়া এদিনের পর্যালোচনা সভায় কারিগরি পরামর্শদাতা রাজেশ দত্ত বন্যা পরিস্থিতিতে প্রস্তুতির বিষয়গুলি পর্যালোচনা করা সহ রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুকূলে জেলার পূর্ত, জলসেচ তথা অন্যান্য বিভাগের অত্যন্ত জরুরিকালীন পরিস্থিতিতে মেরামতির ব্যবস্থা গ্রহণের বিষয় সম্পর্কে পরামর্শ দেন। তিনি বন্যার ক্ষয়ক্ষতির বিবরণ অনলাইন রিপোর্টিং সিস্টেম FRIMS এ দাখিল করতে আহ্বান জানান। এদিনের পর্যালোচনা বৈঠকে জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক রুথ লিয়ানথাং, বদরপুরের চক্র আধিকারিক তোয়াহির আলম, করিমগঞ্জের চক্র আধিকারিক অন্তরা সেন, রামকৃষ্ণ নগরের চক্র আধিকারিক সতীশ প্রসাদ, নিলাম বাজারের চক্র আধিকারিক সাজ্জাদ হোসেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও করিমগঞ্জ পুরসভার কার্যবাহী আধিকারিক বিক্রম চাষা সহ জল সম্পদ, পূর্ত, খাদ্য ও অসামরিক সরবরাহ, জলসিঞ্চন, জনস্বাস্থ্য কারিগরি, স্বাস্থ্য ও অন্যান্য সহযোগী বিভাগের কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন। পাশাপাশি এদিনই আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কারিগরি পরামর্শদাতা রাজেশ দত্ত, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ডিপিও সিজু দাস সহ অন্যান্যরা করিমগঞ্জ শহরের চিহ্নিত করা ত্রাণ শিবির রবীন্দ্রসদন মহিলা মহাবিদ্যালয় ও পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সুযোগ সুবিধা গুলি খতিয়ে দেখেন। তারপর গান্ধাইমুখে নদী ভাঙ্গন, শ্রীগৌরী হাই স্কুলের পাশে নদী ভাঙ্গন এবং কৃষ্ণপুরে সম্পূর্ণ হওয়া বাঁধের কাজ পরিদর্শন করেন।

Tags: Flood ControlKarimganj district administrationNDRFSDRF
Previous Post

মাদ্রাসা মৌলিক শিক্ষাদানের অনুপযুক্ত!

Next Post

মণিপুরে ফের হিংসা, কামভাই এলাকায় কুকি জঙ্গি হামলায় হত কমান্ডো

Related Posts

জেউতি কলিতাকে অপসারণের দাবি ভক্তদের
slider

জেউতি কলিতাকে অপসারণের দাবি ভক্তদের

by samayikprasanga
May 9, 2025
কাকিমার স্বর্ণালংকার চুরি, শিলচরে বন্ধু ও জুয়েলারি কর্মী সহ পুলিশের জালে নাবালক
slider

পেহেলগাম নিয়ে পোস্ট, শিলচরে লেখিকাকে পুলিশের জিজ্ঞাসাবাদ

by samayikprasanga
May 5, 2025
বিশ্ববিদ্যালয় যৌনকাণ্ড,গা ঢাকা দিলেন অভিযুক্ত অধ্যাপক, ছুটিতে যাবার নির্দেশ কর্তৃপক্ষের
slider

বিশ্ববিদ্যালয় যৌনকাণ্ড,গা ঢাকা দিলেন অভিযুক্ত অধ্যাপক, ছুটিতে যাবার নির্দেশ কর্তৃপক্ষের

by samayikprasanga
May 5, 2025
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে
অসম

ভোট দিতে গিয়ে মহিলার মৃত্যু

by samayikprasanga
May 3, 2025
বুথ দখল, মারপিটে রক্তারক্তি কাটিগড়ায়, জখম ৮
slider

বুথ দখল, মারপিটে রক্তারক্তি কাটিগড়ায়, জখম ৮

by samayikprasanga
May 3, 2025
Next Post
মণিপুরে ফের হিংসা, কামভাই এলাকায় কুকি জঙ্গি হামলায় হত কমান্ডো

মণিপুরে ফের হিংসা, কামভাই এলাকায় কুকি জঙ্গি হামলায় হত কমান্ডো

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?