অনলাইন ডেস্ক : কয়েক মাস আগের ঘটনা। তৎকালীন বিজেপি নেত্রী নূপুর শর্মা নবী হজরত মহম্মদ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। আর তারপরই দেশজুড়ে শুরু হয় তুমুল প্রতিবাদ। একটি টেলিভিশন চ্যানেলে তিনি এই আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তবে সেই ঘটনা বর্তমানে অনেকটাই থিতিয়ে গিয়েছে। তবে বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতে তাঁকে এবার বন্দুকের লাইসেন্স দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সূত্রের খবর, দেশজুড়ে তাঁর বিরুদ্ধে এই বিক্ষোভের জেরেই নূপুর শর্মা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তার জেরেই তিনি বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করেন। শেষপর্যন্ত তিনি সেই বন্দুকের লাইসেন্স পেলেন।