অনলাইন ডেস্ক : চিনা নববর্ষ উপলক্ষে উৎসবমুখর আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আনন্দের রেশ ছিন্নভিন্ন হয়ে গেল বন্দুকবাজের তাণ্ডবে। মন্টেরে পার্কের সমবেত মানুষজনের উপর নির্বিচারে চলল গুলি। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত বহু। বন্দুকবাজকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি বলেই জানা যাচ্ছে। ফলে আতঙ্ক আরও বাড়ছে। মন্টেরে পার্ক এলাকা পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে। আততায়ীর খোঁজে নেমেছে পুলিশ। রবিবার চিনা নববর্ষে উপলক্ষে শনিবার রাত থেকে ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্কে জড়ো হয়েছিলেন বহু মানুষ। সকলের আনন্দের জন্য পার্টির আয়োজন করা হয়। ছিল খাওয়াদাওয়া, নাচগানের আসর। শনিবার স্থানীয় সময় রাত ১০টা নাগাদ তীব্র গুলির শব্দ আর একের পর এক রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ার ঘটনায়।প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মুখঢাকা অবস্থায় এক যুবক বন্দুক থেকে নির্বিচারে গুলি চালাচ্ছিল। গুলি শেষ হওয়ার পর ফের গুলি ভরে সে মেতে উঠেছিল হত্যালীলায়। তাকে দেখে সমবেত লোকজন প্রাণ বাঁচানোর তাগিদে দৌড়ে আশপাশের নিরাপদ আশ্রয় পৌঁছনোর চেষ্টা করেন।