অনলাইন ডেস্ক : বদরপুর মিশন রোডস্থিত সেন্ট জোসেফ স্কুলে শিশু দিবস তথা ক্রিয়েটিভ মাইন্ড এক্সিভিশন অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়। মূখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম প্রদেশ বিজেপির উপদেষ্টা শ্রী বিশ্বরূপ ভট্টাচার্য এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবেকানন্দ ফাউন্ডেশনের সহ উপদেষ্টা শ্রী সুজয় সাম , ফাদার জাস্টিন, ওয়ার্ড কমিশনার মিঠুন শুক্লবৈদ্য, সাংবাদিক পিন্টু শুক্লবৈদ্য, মইনুল হক বাহার উদ্দিন, রাজ আদিত্য দাস ও আব্দুল কালাম, সিসটার এলিজাবেথ, সিসটার নাজরিন, শিক্ষক আব্দুল করিম, বি চি ফ্রেঙ্ক প্রমূখ। অনুষ্টান পরিচালনা করেন অনিতা রায়। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ কে ফুলের তোড়া ও গামছা দিয়ে বরণ করে স্কুল কতৃপক্ষ অতঃপর ছাত্রীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।স্কুলের কেজি ওয়ান থেকে দশম শ্রেণীর ছাত্র ছাত্রী অতিথিদের সামনে বিভিন্ন ধরনের প্রদর্শনী তুলে ধরেন। মূখ্য অতিথি বিশ্বরূপ ভট্টাচার্য উনার বক্তব্যে ছাত্র ছাত্রীদের উৎসাহিত করে বলেন আজকের ছাত্র ছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ তাই তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে। আর তিনি সর্বদা তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন। ফাদার জাস্টিন উনার বক্তব্যে সেন্ট জোসেফ স্কুল কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত নিয়ে যাওয়া পরিকল্পনা সকলের সম্মুখে প্রকাশ করেন ততসঙ্গে মূখ্য অতিথির কাছে এক্ষেত্রে সরকারি অনুদান ও ভূমি সহ প্রয়োজনীয় কাজে সাহায্য সহযোগিতা কামনা করেন। আজকের ছাত্র ছাত্রীদের প্রদর্শনী গুলো দেখে অতিথি সহ উপস্থিত বিশিষ্টজনের মন মুগ্ধ হয়ে যায়। প্রদর্শনী গুলো ছিল দেখার মতো। সবাই ছাত্র ছাত্রীদের উৎসাহ প্রদান করেন । তাদের মনোবল আরও বৃদ্ধি করার জন্য ভূয়সি প্রশংসা করেন। উপস্থিত সবাই সাধুবাদ জানান ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা দের ততসঙ্গে ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং স্কুলের শিক্ষার পরিবেশ আরও উন্নত হোক এই কামনা করেন।