অনলাইন ডেস্ক : সোমবার সাত সকালে বদরপুর থানা এলাকার ৩৭ নম্বর জাতীয় সড়কের পাশে বদরপুর শাহ আদমখাকি মোকাম সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী ট্রেভেলার গাড়ির ভিতর থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। এটা একটি আত্মহত্যা না খুন নাকি স্বাভাবিক মৃত্যু এনিয়ে এলাকায় জোর জল্পনা কল্পনা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বদরপুর পুলিশ। যাত্রীবাহী ট্রেভেলার গাড়ির মালিক গড়কাপন গ্রামের সাজু আহমেদ সংবাদ মাধ্যম কে জানান উনার এএস ১১ বিসি ৫৮২২ নম্বরের ট্রেভেলার গাড়ির চালক তাজ উদ্দিন উরফে তাজেল প্রতিদিনের ন্যায় রবিবার গাড়ি চালিয়ে রাত নয়টার সময় তাঁর বাড়ির সামনে জাতীয় সড়কের পাশে রেখে চলে যান। পরে খালাসি বদরপুর থানার বড়থল হেমারমোখের বাসিন্দা আমানুল্লাহ হক প্রতিদিনের ন্যায় গাড়িতে ঘুমিয়ে থাকে। সোমবার অন্যান্য দিনের মত সকাল সাড়ে ছয়টায় চালক তাজেল গাড়ি খানা বের করতে যথাস্থানে আসলে দেখতে পান গাড়ির ভিতরে খালাসি দুই দিকের সিটের মধ্যখানে নিচের দিকে মুখ দিয়ে নিচে পড়ে হয়েছে, এবং চালকের ডাকে খালাসি কোন প্রকার সাড়া দিচ্ছে না। অতঃপর চালক মালিক ঘরে গিয়ে গাড়ি মালিক কে বিষয়টি অবগত করান। গাড়ি মালিক সঙ্গে সঙ্গে সেখানে এসে উপস্থিত হয়ে ঘটনাটি প্রত্যক্ষ করে তিনি এবং গাড়ি চালক সোজা বদরপুর থানায় গিয়ে হাজির হয়ে বিষয়টি পুলিশ প্রশাসন জানান । ঘটনা শুনে বদরপুর থানার সেরেস্তা চরিত্র দাস, কনেস্টেবল হরোলাল চুতিয়া সহ পুলিশ দল সরজমিন পরিদর্শনের জন্য এসে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত করেন এবং বদরপুর চক্র আধিকারিক কে জানান। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বদরপুর সার্কেল অফিসার কিংনেইনেম চানশান, ময়নাতদন্তের জন্য খালসি আমানুল্লাহর মৃতদেহ করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। পুলিশ মৃতকের আত্মীয় স্বজন সহ সকলের জবানবন্দি গ্রহণ করে তদন্ত অব্যাহত রেখেছে।