অনলাইন ডেস্ক : ফের পুলিশের এনকাউন্টার। এবার গুয়াহাটির জোড়াবাতে। বুধবার সকালে পুলিশের গুলিতে আহত হয়েছে রমেশ দৈমারি নামে এক দুর্ধর্ষ ডাকাত। বর্তমানে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সে। জানা গেছে গত মঙ্গলবার দিশপুর পুলিশ ডাকাত রমেশকে গ্রেফতার করেছিল। জেরায় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফজল আলি নামে আরেক ডাকাতকে পুলিশ গ্রেফতার করে। এদিন আরেক সহযোগীর সন্ধানে রমেশকে নিয়ে পুলিশ জোড়াবাতে অভিযান চালায়। কিন্তু হঠাৎ রমেশ পালানোর চেষ্টা করে। তখনই বাধ্য হয়ে পুলিশকে গুলি চালাতে হয়। গুলি রমেশের ডান পায়ে লাগে। পুলিশ জানিয়েছে, ডাকাতি, গাড়িচুরি , ছিনতাইয়ের ঘটনায় জড়িত রমেশ।