অনলাইন ডেস্ক :
দীর্ঘ চল্লিশ বছরের চিকিৎসক জীবনের ইতি টেনে না ফেরার দেশে পাড়ি দিলেন হাইলাকান্দির সর্বজন বিদীত চিকিৎসক অবসর প্রাপ্ত যুগ্ম সঞ্চালক তথা হাইলাকান্দি রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি ডাঃ প্রবীর কুমার মজুমদার। তিনি বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ হাইলাকান্দি শহরের রবীন্দ্র সরণির বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।পরবর্তীতে এস কে রায় সিভিল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। উনার পারিবারিক সূত্রে জানা যায় যে তিনি বহু দিন যাবৎ কিডনি সমস্যায় ভুগছিলেন তাছাড়া মধুমেহ রোগ সহ পরবর্তীতে দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যু কালে বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী অবসরপ্রাপ্ত রেলওয়ে বিভাগের আধিকারিক শিপ্রা মজুমদার দুই পুত্র প্রদীপ মজুমদার ও প্রীতম মজুমদার সহ পুত্র বধু, নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধ দের রেখে গেছেন। এদিন দুপুরে কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকা দুই পুত্র হাইলাকান্দি আসার পরই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।বিগত দিনে তিনি ব্যাঙ্গালুরু তে ও চিকিৎসাধীন ছিলেন। মূলত ডিব্রগড়ের বাসিন্দা সুপরিচিত চিকিৎসক পি কে মজুমদার মূলত চাকুরি সূত্রে হাইলাকান্দিতে আসলে তিনি জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে সুনামের সাথে চিকিৎসা পরিসেবা প্রদান করে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক হিসেবে ২০০৭ সালে অবসর গ্রহণ করার পর কিছুদিন আরনান স্বাস্থ্য কেন্দ্রে ও স্বাস্থ্য পরিসেবা প্রদান করেন। তিনি পরবর্তী সময়ে হাইলাকান্দিবাসী হয়ে গিয়েছিলেন। তাছাড়া উনার শেষ ইচ্ছা ছিল যে তাঁর মৃত্যু ও যেন হাইলাকান্দিতেই হয় তাই দু’মাস পূর্বে তিনি ব্যাঙ্গালুরু থেকে হাইলাকান্দি এসে পড়েন।
তিনি কর্মজীবনে চিকিৎসকের পাশাপাশি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত ছিলেন। হাইলাকান্দি সৎসঙ্গ বিহারের সঙ্গে ওতোপ্রোতো ভাবে জড়িত ছিলেন। গোটা শহরে শোক মিছিল করে হাইলাকান্দির মহা শসানে নিয়ে আসলে সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি হাইলাকান্দি রোটারি পরিবারেরর সাথে ও একনিষ্ঠ ভাবে জড়িত ছিলেন। তিনি ক্লাবের সভাপতি সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
এদিকে,তাঁর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, প্রাক্তন বিধায়ক রাহুল রায়, প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর,জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য, জেলা কংগ্রেস সভাপতি সামস উদ্দিন বড়লস্কর, পুরপতি কল্যাণ গোস্বামী, পুর সদস্য কল্যাণময় সূত্রধর সহ আরও অনেকে। এছাড়াও সামাজিক মাধ্যমে ও প্রখ্যাত গায়ক দেবজিৎ সাহা সহ বরাক তথা রোটারি পরিবারের সদস্য সদস্যা,আসাম হার্ট কেয়ার সোসাইটির পক্ষ থেকে পিনাক কান্তি চক্রবর্তী, বরাক বঙ্গের শহর আঞ্চলিক সমিতির সভাপতি সুরজিৎ দেব সমাজ কর্মী সুব্রত শর্মা মজুমদার, গৌতম গুপ্ত, লাল্টু দেব প্রবীণ চিত্র শিল্পী নীহারেন্দু চৌধুরী, দীপক চক্রবর্তী, রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি হরকিশোর চন্দ, বর্তমান সম্পাদক বিভাভূষণ চক্রবর্তী সহ আরও অনেকেই। হাইলাকান্দির ক্রীড়া ও সাংস্কৃতিক মহল সহ বহু চিকিৎসক, স্বাস্থ্য কর্মী দুঃখ প্রকাশ করে বিদেহী আত্মার চির শান্তি কামনা করেন।