অনলাইন ডেস্ক : পৃথিবীর মায়া ত্যাগ করে অন্যলোকে পাড়ি দিলেন শিলচরের বিশিষ্ট নাগরিক তথা পুরসভার প্রাক্তন সভাপতি সন্দীপন এন্দো ( চয়ন )। মঙ্গলবার সকালে গুয়াহাটির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রেখে গেছেন স্ত্রী তপতি এন্দো, দুই কন্যা প্রশাসনিক আধিকারিক সপ্ততি এন্দো এবং সপ্তশ্রী এন্দো সহ অসংখ্য গুণমুগ্ধকে। বেশ কিছুদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন শহরের অন্যতম জনপ্রিয় মুখ সন্দীপন এন্দো। কিছুদিন আগে অসুস্থতা বেড়ে যাওয়ায় শিলচরেরই এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে গুয়াহাটিতে নিয়ে যান পরিবারের লোকেরা। তবে চিকিৎসকদের সব চেষ্টাকে ব্যর্থ করে মঙ্গলবার সকালে মারা যান তিনি। এমনিতে পরিচিত মহলে সবাই তাঁকে চয়ন নামে চিনত। মালুগ্রাম এফসিআই লাগোয়া গলির বাসিন্দা চয়ন এন্দো অতীতে পুরসভার সভাপতি পদ অলংকৃত করেছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক কার্যকলাপের সঙ্গেও জড়িত ছিলেন। তাঁর প্রয়াণে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।