অনলাইন ডেস্ক : বুধবার সকালে নাগপুরের বিবেকানন্দ হাসপাতালে প্রয়াত হলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবকের প্রবীণ প্রচারক প্রভাকর রাও অম্বুলকার (৮৪)। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। অম্বুলকার শৈশব থেকেই স্বেচ্ছাসেবক ছিলেন। যৌবনে কিছু সময়ের জন্য ওড়িশায় প্রচারকের দায়িত্ব পালন করেন। এরপর তিনি নাগপুরের পণ্ডিত বচ্ছরাজ ব্যাস বিদ্যালয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বহু বছর ধরে তিনি নাগপুরের জেলা প্রশাসক এবং তারপর বিদর্ভ প্রদেশের সহ-প্রাদেশিক প্রশাসক ছিলেন। চাকরি থেকে ইস্তফা দেওয়ার পর তিনি প্রচারে সক্রিয় ছিলেন। তিনি বিদর্ভ প্রদেশের সহ-প্রান্তপ্রচারক, প্রান্ত প্রচারক এবং কেন্দ্রীয় কার্যালয় প্রধান ইত্যাদির দায়িত্বও পালন করেন।
সঙ্ঘের নাগপুর মেট্রোপলিটন প্রচার বিভাগ জানিয়েছে, প্রভাকর রাও অম্বুলকর কিছুদিন অসুস্থতার কারণে বিবেকানন্দ মেডিকেল মিশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকাল সাড়ে ৭টায় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহলের হেডগেওয়ার ভবনে শেষ শ্রদ্ধা জানানোর পর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত শেষ যাত্রা হবে। তারপর গঙ্গাবাই ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে।
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাড়কারি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। টুইটারের মাধ্যমে তার বার্তায় গাড়কারি বলেন, প্রভাকর অম্বুলকার ওড়িশা এবং বিদর্ভ অঞ্চলে সংঘের কাজ বাড়ানোর জন্য বিশেষ অবদান রেখেছিলেন। অম্বুলকারের মৃত্যুতে সংঘ একজন বিশ্বস্ত স্বেচ্ছাসেবককে হারাল। এটা খুবই দুঃখজনক।