অনলাইন ডেস্ক : প্রধান শিক্ষকের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম ছাত্র। বৃহস্পতিবার বাঁশকান্দি এমভি স্কুলে এই ঘটনা সংঘটিত হয়েছে। প্রধান শিক্ষক বদর উদ্দিন মজুমদার স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রকে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে ছাত্রের হাতে মারাত্মক জখম হয়।আহত ছাত্রকে আলিপুর হাসপাতালে পাঠানো হয়েছে, হাতে সাতটি সেলাই দেওয়া হয়েছে।এই ঘটনা নিয়ে বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করেছেন ছাত্রের পিতা।