অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে খড়গহস্ত মুখ্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মা।চলিত মাসেই প্রতিটি জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহের তদন্ত সাপেক্ষে রিপোর্ট প্রদানের নির্দেশ প্রদান করেছেন।মুখ্যমন্ত্রীর এই ঘটনার পর দুর্নীতি পরায়ন পঞ্চায়েত প্রতিনিধি ও আমলাদের চোখের ঘুম উবে গেছে।গ্রামোন্নয়নের বিভিন্ন প্রকল্পের দুর্নীতি নিয়ে গোটা জেলার মধ্যেই শীর্ষ আসন দখল করে আছে দুল্লভছড়া উন্নয়ন খণ্ড। ওই উন্নয়ন খণ্ডের অন্তর্গত পাতিয়ালা জিপির ৯ নং ওয়ার্ড সদস্যার প্রতিনিধি আব্দুল সালাম ও পাতিয়ালা জিপির জিআরএস মনোতোষ পালকে আজ রাতাবাড়ি পুলিশ গ্রেফতার করেছে। পাতিয়ালা জিপির প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের কেলেঙ্কারির সহিত জড়িত থাকার অভিযোগে রাতাবাড়ি পুলিশ তাদেরকে মামলা নং 279/2022 U/S 420/406/468/471/34 IPC. অধিনে গ্রেফতার করে আদালত তুললে আদালত জেল হাজতে পাঠিয়ে দেয়।এর আগে দুর্নীতির অভিযোগে দুল্লভছড়া উন্নয়ন খণ্ডের বিডিও সহ বেশ কয়েকজন জিপি সচিব ,জেই, গ্রেফতার হয়েছেন। কিন্ত এর পর ও দুর্নীতিবাজদের লাগাম টানা সম্ভব হয়নি।উন্নয়ন খণ্ডের প্রতিটি জিপি সরকারি যাবতীয় নীতি নির্দেশিকাকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী আবাস যোজনার কোটি কোটি টাকা নয়ছয়ে অভিযোগ আছে।অনেক উপযুক্ত হিতাধিকারীদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহের আপোষ বাটোয়ারার মাধ্যম নয়ছয়ের অভিযোগ উঠেছে।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের বিষয়টি সাধুবাদ জানিয়েছেন আম জনতা।