অনলাইন ডেস্ক : অখিল ভারত হিন্দু মহাসভার কাছাড় জেলা শাখাকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শুক্রবার শিলচরে আয়োজিত দলের এক সভায় হিন্দু সমাজের সুরক্ষা ও সশক্তিকরণের লক্ষ্যে জনসংযোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। দলের স্থাপনকাল থেকে শুরু করে দেশের বর্তমান পরিস্থিতিতে দল কেন রাজনৈতিক লড়াইয়ে নেমেছে, সমস্ত বিষয়ে সাধারণ মানুষকে সম্যক ধারণা দিতে শীঘ্রই ‘প্রচার যাত্রা’ বের হবে।
দলের জেলা শাখার মুখ্য আহ্বায়ক পীযূষ দাস এক বিবৃতিতে জানিয়েছেন, সংগঠনকে শক্তিশালী করতে সর্বভারতীয় কর্মকর্তারা দেশের প্রতিটি প্রান্তে ‘কর্মকর্তা সম্পর্ক কর্মসূচি’ চালিয়ে যাচ্ছেন। এরই অঙ্গ হিসেবে গত ২৫ সেপ্টেম্বর শিলচর রংপুরের এক ভবনে গায়ত্রী মহাযজ্ঞের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন হিন্দু মহাসভার সর্বভারতীয় উপাধ্যক্ষ যোগী জয়নাথজী ও পূর্ব ভারতের প্রভারী মহামন্ডলেশ্বর স্বামী সুন্দর গিরি মহারাজ। এদিন মহাযজ্ঞ ছাড়াও সাংগঠনিক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে মহাসভার ইতিহাস এবং দেশ যেভাবে খন্ডিত হয়েছে তার বিবরণ তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী মুকুল পাল, মুখ্য আহ্বায়ক পীযূষ দাস, রাজ্য শাখার আহ্বায়ক মৃগাঙ্ক ভট্টাচার্য, অনুপম দে, রূপম নাথ, তনয় দে, রাজু সিনহা, রাজন নাগ প্রমুখ।