অনলাইন ডেস্ক : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অসম পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা সভা করলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। বুধবার দুপুরে গুয়াহাটির উলুবাড়িতে অবস্থিত অসম পুলিশের সদর দফতরে পরিষদীয় মন্ত্রী অশোক সিংঘল, মুখ্যসচিব পবনকুমার বরঠাকুর, পুলিশ-প্ৰধান (ডিজিপি) ভাস্করজ্যোতি মহন্ত, অসমের স্পেশাল ডিজিপি (আইন-শৃঙ্খলা), ডিরেক্টর ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং সহ পুলিশ প্রশাসনের বিভিন্ন শাখার শীর্ষ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী।
বৈঠকে রাজ্যে সরকারি বিভিন্ন পদে নিয়োগ, নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্ৰণ, চলমান ডিলিমিটেশন প্রক্রিয়া, অবৈধ জবরদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ইত্যাদি নানা বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকরা গৃহীত পদক্ষেপের তথ্য মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। সবার বক্তব্য শুনে প্রয়োজনীয় নির্দেশ ও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী শর্মা।