অনলাইন ডেস্ক : নিজের পুত্র এবং পুত্রবধূর দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে অবশেষে জনসম্মুখে মুখ খুলতে বাধ্য হলেন অসহায় মা বাবা।তারা মঙ্গলবার সকালের সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের দুর্দশার কথা তুলে ধরলেন।ধিক্কারজনক এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরার গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ১ নং ওয়ার্ডে।জানা গেছে ওই এলাকার রঞ্জন সরকারের বড় ছেলে হংস সরকার গত ১০ বছর আগে রাজধানী আগরতলা শহরের যোগেন্দ্রনগর এলাকার পুরবী দাসকে ভালবেসে বিয়ে করেন।বিয়ের পর থেকেই হংস এবং তার স্ত্রী পূরবী বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়ে যান।তারা আলাদা হয়ে গেলেও বাবা রঞ্জন সরকার এবং মা দিপালী সরকারের উপর প্রায়ই পুত্র ও পুত্রবধূ শারীরিক ও মানসিক নির্যাতন করত বলে অভিযোগ।তারপরও লোক লজ্জার ভয়ে পুত্র এবং পুত্রবধূর নির্যাতন সহ্য করে আসছিলেন মা বাবা।এরই মধ্যে সোমবার পুত্র হংস সরকার এবং পুত্রবধূ পূরবী দাস বাবা রঞ্জন সরকার এবং মা দিপালী সরকারের সাথে ঝগড়া বিবাদ শুরু করে।এমনকি এক সময় তাদের ওপর আক্রমণ করারও চেষ্টা করে।পরে পালিয়ে রক্ষে পান মা বাবা।এমন কান্ডে গোটা কাঞ্চনমালা এলাকায় নিন্দার ঝড় বইছে।বিষয়টি নিয়ে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন লোক সহ বিভিন্ন সামাজিক সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন লাঞ্ছিত মা বাবা।এ কান্ডে অভিযুক্তপক্ষের কোন প্রতিক্রিয়া জানা যায়নি।