অনলাইন ডেস্ক : বৃদ্ধা শ্বাশুড়িকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটল পাথারকান্দিতে। এমন অভিযোগে এক পুত্রবধূকে আটক করে আদালতে সোপর্দ করল পাথারকান্দি পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, পারিবারিক কলহের জেরে বৃদ্ধা শ্বাশুড়িকে বেধড়ক পিটিয়ে হত্যা করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হতে হল পুত্রবধুকে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত এ কাণ্ড সম্পর্কে কোনও স্পষ্ট মন্তব্য করতে চাইছে না স্থানীয় পুলিশ।চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে পাথারকান্দি থানা অধীন পহেলামুলি গ্রামে। বুধবার সকালে বৃদ্ধ মা-বাবা, স্ত্রী সহ তিন সন্তানকে বাড়িতে রেখে কাজের জন্য বেরিয়ে যান সামস উদ্দিন। এদিন সকালে ঘরের ছেলে মেয়েরা সময় মত মসজিদে না যাওয়াতে তাদের মারধর করেন সামস উদ্দিনের স্ত্রী আফসা বেগম। এতে চোখের সামনে নিজের নাতি-নাতনিদের প্রহার দেখে দাদি (ঠাকুমা) জয়তুন নেসা মারপিট আটকাতে গেলে বৌমার সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। পরে বিষয়টি হাতাহাতিতে পৌছে যায়। এতে পুত্রবধূর প্রহারে মাটিতে পড়ে মোর্চ্ছা যান বৃদ্ধা শ্বাশুড়ি। শিশুরা দৌড়ে গিয়ে তাদের বাবাকে ঘটনাটি জানান। সামস উদ্দিন বাড়িতে পৌঁছানোর আগেই পালিয়ে যায় স্ত্রী আফসা। এরপর পয়ষট্টি বছর বয়সী বৃদ্ধা জয়তুন নেসাকে চিকিৎসার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। তিনি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান।