অনলাইন ডেস্ক : শৈত্যপ্রবাহ থেকে রেহাই মিললেও ঠান্ডা থেকে এখনই রেহাই মিলবে না দিল্লি-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি শেষ হতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ফলে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে।
রবিবার সকাল থেকেই দিল্লির আকাশে মেঘ জমেছে। রাজধানীর একাংশে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে সোমবার থেকে একটি পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় হলেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে মৌসম ভবন। গত বছরের জানুয়ারিতে ৮২.২ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। শীতের মরসুমে এ বছরে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি রাজধানীতে। ফলে বৃষ্টির কারণে তাপমাত্রা ফের নিম্নমুখী হতে পারে। এ বছরের জানুয়ারিতে ৮টি শৈত্যপ্রবাহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল দিল্লিতে। যা গত ১৫ বছরে এক মাসের মধ্যে সর্বাধিক। ২০২০ সালে ৭টি শৈত্যপ্রবাহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল রাজধানীতে। ২০২২ সালে এ রকম কোনও পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি দিল্লিবাসীকে।