অনলাইন ডেস্ক : বানভাসিদের আশ্রয়ের জন্য স্কুল খোলে না দেওয়ায় বুধবার শিলচর সেন্ট্রাল রোডে বেশ উত্তেজনার সৃষ্টি হয়। রাস্তা অবরোধ করেন ভানবাসিরা। পরবর্তীতে অবশ্য প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বানভাসিদের জন্য খুলে দেওয়া হয় স্কুল।
বরাকে জল বাড়ায় ডুবে গেছে শিলচর কালিবাড়ি চরের অনেক এলাকা। সেসব এলাকার লোকেরা সন্ধ্যার পর বাড়ি ছেড়ে আশ্রয়ের জন্য যান সেন্ট্রাল রোডের ডিএনএনকে গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে। কিন্তূ প্রথমত স্কুল কর্তৃপক্ষ গেট খুলে না দেওয়ায় উত্তেজিত হয়ে ওঠেন বানভাসিরা। তাদের অভিযোগ, স্কুলে পরীক্ষা রয়েছে বলে তাদের ঢুকতে দেওয়া হয়নি। স্কুলের এক সূত্র জানান, ওই স্কুলের মাধ্যমিকের কম্পার্টমেন্টাল পরীক্ষা রয়েছে। তাই শরণার্থীদের অন্য স্কুল বা কলেজে যেতে বলা হয়। একথা বলার পরেই শরণার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। তারা ওই স্কুলেই যাতে তাদের ঠাই দেওয়া হয় এর জন্য চাপ দিতে থাকেন।
এদিকে অবরোধ শুরুর পর কিছুক্ষণের মধ্যে হাজির হয় পুলিশ। পৌঁছান ম্যাজিস্ট্রেট বহ্নিকা চেতিয়াও। কথাবার্তা বলার পর অবরোধ প্রত্যাহার করা হলেও রাতে এ সংবাদ লিখা পর্যন্ত সমস্যা পুরো পুরো মেটেনি। শরণার্থীরা রয়েছেন স্কুলের বারান্দায়। পুলিশ ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা তাদের বোঝানোর জন্য চেষ্টা চালাচ্ছেন।
এদিকে ডিএনএনকে স্কুলের পাশাপাশি সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েও কিছু শরণার্থী আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।