অনলাইন ডেস্ক : শিলচরে পরিমল শুক্লবৈদ্যের জয় নিশ্চিন্ত তো বটেই তিনি জিতবেন প্রায় আড়াই লক্ষ ভোটের ব্যবধানে। জোর গলায় এমন দাবি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
সোমবার মুখ্যমন্ত্রী একদিনের বরাক উপত্যকা সফরে এসে করিমগঞ্জের বিভিন্ন কার্যসূচি সেরে বিকেল ৩টে ৩৫ মিনিট নাগাদ শিলচরে পৌঁছে হাজির হন ইটখোলায় বিজেপির বিজেপি কার্যালয়ে। দলীয় কার্যালয়ে তিনি ছিলেন প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট। এই সময়ের মধ্যে তিন দফায় পৃথক পৃথকভাবে বিভিন্ন মণ্ডল কমিটির কর্মকর্তা এবং বর্তমান ও প্রাক্তন পুরসদস্য, জেলা কমিটির কর্মকর্তা এবং জেলা পর্যায়ের কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচনী কলা কৌশল নিয়ে কথাবার্তা বলেন। কার্যালয়ে তিন দফা বৈঠক সেরে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে
পরিমল শুক্লবৈদ্যকে শিলচরের মতো ঐতিহ্যবাহী লোকসভা আসনের জন্য সম্পূর্ণ উপযুক্ত প্রার্থী বলে উল্লেখ করেন। পরিমল বাবু সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, উনি খুবই ভালো প্রার্থী। রাজ্য মন্ত্রিসভার সদস্য পরিমল বাবুর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। আর এই দীর্ঘ রাজনৈতিক জীবনে তার কোনও দাগ নেই। শিলচরের বর্তমান সাংসদ রাজদীপ রায় খুব ভালো কাজ করেছেন বলেও উল্লেখ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, পরিমলবাবু এই উত্তরাধিকার বয়ে নিয়ে যাবেন। তিনি জানান পরিমলবাবু যেদিন মনোনয়নপত্র পেশ করবেন সেদিন তিনি শিলচরে এসে তার সঙ্গে থাকবেন। তবে শুধু ওইদিনই নয়, এর আগেও আরও দুই- তিন দিন দলের হয়ে প্রচারের জন্য তিনি বরাক উপত্যকায় আসবেন। কথায় কথায় আরও বলেন, বরাক উপত্যকায় তো তিনি হামেশাই আসা-যাওয়া করেন। এই উপত্যকাকে তার “সেকেন্ড হোম” বলেও উল্লেখ করেন তিনি।
মুখ্যমন্ত্রী এদিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনকে ঘিরে বৈঠক করলেও শিলচরে বিজেপির প্রতিপক্ষ অন্যান্য দল সম্পর্কে কিছু বলতে রাজি হননি। এ নিয়ে প্রশ্ন করলে জবাব দেন, এখনও অন্যান্য কারা কারা প্রার্থী হচ্ছেন তা পুরোপুরি পরিষ্কার হয়নি। তাই তিনি এই মুহূর্তে এনিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন।