অনলাইন ডেস্ক : যাত্রীবাহী ক্রুইজার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে নিহত বাইক চালক। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার লক্ষীপুর থানার অন্তর্গত শিলচর ইম্ফল জাতীয় সড়কের লালাং প্রথম খন্ড কণ্ঠাগ্রাম এলাকায়। ফুলেরতল থেকে শিলচর অভিমুখী এএস ১১ ডিসি ৫৪২৬ নম্বরের যাত্রীবাহী ক্রুইজার গাড়ি লালাং প্রথম খন্ড কণ্ঠাগ্রাম এলাকায় এএস ১১ জি ৩৪৭৫ নম্বরের বাজাজ পালসার বাইক কে সজোরে ধাক্কা মারে যাত্রীবাহী ক্রুইজার গাড়িটি বাইকটিকে ধাক্কা মারার ফলে বাইকের চালক সহ বাইক টি ক্রইজার গাড়ির নিচে ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে ক্রুইজার গাড়িটি কয়েক মিটার বাইকের চালক সহ বাইকটিকে সড়কে মধ্যে ঠেলে নিয়ে যায়। প্রাপ্ত খবর মতে আহত বাইক চালককে পথচারীরা ক্রুইজার গাড়ির নিচ থেকে বের করে সংকটজনক অবস্থায় পয়লাপুল ইমানুয়েল হাসপাতালে নিয়ে যান । সেখানে কর্তব্যরত চিকিৎসক বাইক চালক আব্দুল আজিজ কে মৃত ঘোষণা করেন।তার বয়স ২১ বছর। পিতা মৃত আব্দুর রহিম বাড়ি লালাং প্রথম খন্ড কণ্ঠাগ্রামে। অন্যদিকে ঘটনা সংঘটিত করে ক্রুইজার গাড়ির চালক সেখান থেকে পালিয়ে যায়। লক্ষীপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাইক এবং ক্রুইজার গাড়িটি নিজ হেফাজতে নিয়ে যায়। ইমানুয়েল রুর্যাল হাসপাতাল থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনা নিয়ে লালাং প্রথম খণ্ড কণ্ঠাগ্রামে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়,পরে পরিস্তিতি নিয়ন্ত্রণে আসে।