অনলাইন ডেস্ক : লক্ষীপুর থানা এলাকার পয়লাপুল বাজারের ব্যস্ত সড়কে ট্রেভেলার বাসের ধাক্কায় হত ১ ব্যক্তি।আজ বুধবার বিকেল অনুমান চারটায় এই দূর্ঘটনা সংঘটিত হয়েছে।মৃত ব্যক্তির নাম জীতেন সাহা (৪৬) ওরফে মুন্না।তার বাড়ি পয়লাপুল লাবক রোডে। মুন্না সবসময় পয়লাপুল বাজারেই থাকত। সড়ক অতিক্রম করতে গিয়ে জিরিঘাট গামী এ এস ১১ সিসি ০২২৭ নম্বরের ট্রেভেলার বাসের ধাক্কায় ঘটনাস্হলেই প্রাণ হারায় মুন্না। লক্ষীপুর পুলিশ দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং ট্রেভেলার বাসটি থানায় নিয়ে যায়।