অনলাইন ডেস্ক : শিলচর বাইপাসে ফের পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটলো একজনের। এবার দুর্ঘটনা ঘটেছে চিরুকান্দি সংলগ্ন আঠালিকান্দি এলাকায়। হতো পূর্ণেন্দু দাস ( ৩৫) ছিলেন আঠালিকান্দি এলাকারই বাসিন্দা।
জানা গেছে অসম ইলেকট্রিসিটি গ্রিড কর্পোরেশন লিমিটেড (এইজিসিএল)-এ জুনিয়র ম্যানেজার পদে কর্মরত ছিলেন পূর্ণেন্দু। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাড়ির কাছে বাইপাসে “ইভিনিং ওয়াক”-এ বেরিয়েছিলেন। কিছুক্ষণ পর দেখা যায় রাস্তার পাশে তিনি পড়ে রয়েছেন আহত অবস্থায়। এই অবস্থায় তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
পূর্ণেন্দু ঠিক কিভাবে আহত হয়েছিলেন তার কোনও প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তবে আঘাতের ধরন থেকে পুলিশ নিশ্চিত কোনও যানবাহনের ধাক্কায় আহত হয়ে তার মৃত্যু ঘটেছে। শুক্রবার মেডিক্যালে তার মৃতদেহের ময়নাতদন্ত করা হয়।
এদিকে এই ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এলাকাবাসী। এলাকাবাসী ক্ষোভ ব্যক্ত করে বলেছেন, একাংশ চালকের বেপরোয়া যানচালনার দরুন বাইপাসে প্রায়ই ঘটছে পথ দুর্ঘটনা। কিন্তূ এই চালকদের বেপরোয়া যান চালনা বন্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। তারা বাইপাসে পুলিশ পিকেট বসানো সহ নিয়মিত টহলদারির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।