অনলাইন ডেস্ক : মেঘালয়ের রাতাছড়া এলাকায় নৈশবাস থেকে বাজেয়াপ্ত করা হলো প্রচুর পরিমাণ নেশা সামগ্রী। সঙ্গে পাকড়াও করা হয়েছে কাচারের কচুদরম দ্বিতীয় খন্ডের বাসিন্দা মিজাজুর রহমান বড় ভূঁইয়া নামে এক যুবককে।
মেঘালয় পুলিশ সূত্রে জানা গেছে বাজেয়াপ্ত করা হয়েছে ২৫ টি সাবানের কেসে থাকা দুই কোটিরও অধিক টাকা মূল্যের হেরোইন এবং অন্য কিছু প্যাকেটে থাকা নেশায় ব্যবহৃত ৩৭২০টি নাইট্রোজেপাম ট্যাবলেট। মঙ্গলবার রাতে রাতাছড়া চেকপোষ্টে নৈশ বাসে তল্লাশির সময় মিজাজুরের হেফাজত থেকে এসব বাজেয়াপ্ত করা হয়। মিজাজুর কার কাছ থেকে নিয়ে এসব কাকে সমঝে দিতে যাচ্ছিল বর্তমানে এ নিয়ে খোঁজ খবর চলছে।
প্রসঙ্গত মায়ান্মার থেকে মিজোরাম এবং কাছাড় হয়ে মাদক পাচার প্রায় নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কাছাড় পুলিশ এবং মেঘালয় পুলিশ বিভিন্ন সময়ে বহু পাচারকারীকে ধরলেও পাচার বাণিজ্যে লাগাম ট্রেনে ধরা সম্ভব হচ্ছে না। বাজেয়াপ্ত করা নেশা সামগ্রী মিজাজুর কোথা থেকে নিয়ে এসেছিল, এ নিয়ে নিশ্চিত হওয়া সম্ভব না হলেও অনুমান করা হচ্ছে মায়ান্মার এবং মিজোরামের পাচারকারী চক্রের সঙ্গে তার সংযোগ রয়েছে।