অনলাইন ডেস্ক : ১৩ বছরের নাবালিকা কিশোরীকে যৌন নির্যাতনের দায়ে এক যুবককে ২৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করল আদালত। হাইলাকান্দির আদালতের বিশেষ বিচারপতি সঞ্জয় হাজারিকা এই রায়দান করেছেন শনিবার। ফার্স্ট ট্রেক আদালতে এই রায়দান করেছেন বিচারপতি হাজারিকা। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে, এই জঘন্য ঘটনাটি ঘটে ২০২২ সালের ১৬ জানুয়ারি। এদিন বিকেল ৩টা নাগাদ গ্রামের এক মন্দিরে কীর্তন শুনতে গেছিল বছর তেরোর এক কিশোরী। কিন্তু কীর্তন দেখে এদিন আর বাড়িতে ফিরে নি সে। অনেক খুঁজাখুঁজি পর নাবালিকার পরিবারের সদস্যরা তাকে না পেয়ে কান্নায় ভেঙে পড়ে রামনাথপুর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। রামনাথপুর পুলিশ মামলাটি ১১/২২ নম্বরে নথিভূক্ত করে তদন্ত আরম্ভ করে। ঘটনার তিনদিন পর অর্থাৎ ১৮ জানুয়ারি সকালে স্থানীয় ধলাই সিট গ্রামের বিজয় বীনের বাড়ি থেকে হাতে শাখা সিদুর পরা অবস্থায় সেই নাবালিকা কিশোরীকে উদ্ধার করেন রামনাথপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত আধিকারিক নবজ্যোতি লাহন। তদন্ত শেষে পুলিশ মামলাটি আদালতে পাঠিয়ে দেয়। হাইলাকান্দি আদালত মামলাটি ফার্স্ট ট্রেক আদালতে বিশেষ মামলা নম্বর ৩/২২ এ রেজিস্ট্রার করে বিচার প্রক্রিয়া আরম্ভ করে। অভিযুক্ত বিজয় বীনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৬ ধারা, নাবালিকা বিবাহ মামলার ৯ নং ধারা ও পকসো’র ৪ নং ধারায় আদালত বিচারপ্রক্রিয়া আরম্ভ করে। আর মাত্র এক বছর চার মাসের মাথায় রায় ফাস্ট ট্র্যাক আদালতের বিচারপতি সঞ্জয় হাজারিকা ২০ মে শনিবার চাঞ্চল্যকর এই মামলার রায়দান করেন। এরমধ্যে আদালত ঘটনার তদন্তকারি আধিকারিক ও মেডিকেল অফিসার সহ মোট ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করে।