অনলাইন ডেস্ক : নতুন সংসদ ভবন সেন্ট্রাল ভিস্তার উদ্বোধন অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে এবং স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উদযাপন করতে ৭৫ টাকার কয়েন প্রকাশ করতে চলেছে কেন্দ্র সরকার। আগামী ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে নয়া সংসদ ভবনের উদ্বোধন করবেন। আর ওইদিনই বিশেষ কয়েন প্রকাশ করা হবে বলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।
অর্থ মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে এবং নতুন সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে বিশেষ ৭৫ টাকার কয়েন আনা হচ্ছে। কয়েনের একদিকে থাকবে অশোক স্তম্ভ। ‘সত্যমেব জয়তে’ কথাটি লেখা থাকবে অশোক স্তম্ভের নীচে। মুদ্রার বামদিকে দেবনগরী হরফে লেখা থাকবে ‘ভারত’, আর ডানদিকে ইংরেজি হরফে লেখা থাকবে ‘ইন্ডিয়া’। মুদ্রার অঙ্ক ৭৫ টাকাও লেখা থাকবে। কয়েনের উল্টো পিঠে থাকবে সংসদ ভবনের প্রতিকৃতি। সেই প্রতিকৃতির নীচে দেবনগরী হরফে লেখা থাকবে ‘সংসদ সংকুল’ ও ইংরেজিতে ‘পার্লামেন্ট কমপ্লেক্স’।
অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই কয়েনের ব্যাসার্ধ হবে ৪৪ মিলিমিটার এবং ধারে মোট ২০০০টি দাগ থাকবে। ৩৫ গ্রামের এই বিশেষ কয়েন চারটি ধাতু দিয়ে তৈরি হবে। ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল ও ৫ শতাংশ জিঙ্ক মিশ্রিত করে এই কয়েন তৈরি করা হবে।