অনলাইন ডেস্ক : গ্রেফতার করা হলো মধুরবন্দ নজরুল সরণীর বাসিন্দা চুরির সামগ্রীর ক্রেতা হিসেবে কুখ্যাত সাহাবুদ্দিন লস্কর (৫৫)কে। শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।
মাস কয়েক আগে সাহাবুদ্দিনের বাড়ি থেকে পুলিশ বাজেয়াপ্ত করেছিল প্রচুর পরিমাণ চুরির সামগ্রী। তখন গ্রেফতার করা হয় তার ছেলেকে। এবার গ্রেফতার করা হলো তাকে। পুলিশের এক সূত্র জানান, শাহাবুদ্দিনের সঙ্গে এ অঞ্চলের বেশির ভাগ চোরেরই সম্পর্ক রয়েছে। চোরেরা কোনও সামগ্রী চুরির পর বিক্রি করে থাকে তার কাছে।
এদিকে সাহাবুদ্দিনকে গ্রেফতার করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছে মধুরবন্দ এলাকার বরাক সমাজ সংস্কার সংস্থা।
শনিবার সংস্থার কর্মকর্তা সিরাজুল আলম লস্কর সহ অন্যান্যরা সদর থানার ওসি অমৃতকুমার সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ধন্যবাদ জানান। তারা জানান সাহাবুদ্দিন এলাকার স্থায়ী বাসিন্দা নয়। বছর কয়েক ধরে এলাকায় আস্থানা গেড়ে শুরু করেছে এই কারবার। তার মত এলাকায় অন্যান্য যেসব অপরাধী সক্রিয় রয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।