অনলাইন ডেস্ক : দক্ষিণ ধলাইর রাজঘাট গ্রাম থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণ বিস্ফোরক। লন্ডনি গ্রাম হিসেবেও পরিচিত ওই গ্রামে রবিবার দুপুরে একযোগে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনীর গোয়েন্দা শাখা। অভিযান চালিয়ে সেলিম উদ্দিন চৌধুরী (৪৪) নামে এক ব্যক্তির ফার্ম হাউসে পুকুরপারে মাটির নিচে পুতে রাখা ২৯০০টি ডিটোনেটর ও ১৩ কেজি গান পাউডার বাজেয়াপ্ত করা হয়েছে। তবে সেলিমের সন্ধান মেলেনি। জানা গেছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর গোয়েন্দা শাখার যৌথ দল সেলিমের ফার্ম হাউসে অভিযান চালাতে গেলে সে আগেভাগেই ব্যাপারটা টের পেয়ে সরে পড়তে সক্ষম হয়। বর্তমানে তার খোঁজ চলতে।
সেলিম সম্পর্কে জানা গেছে, সে বিভিন্ন অপরাধ মূলক কাজে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে। বিগত দিনে সে গ্রেফতার হয়েছিল পুলিশের হাতে। একসময় তার নাম জড়িয়ে ছিল মাদক পাচারেও। এলাকায় তার পোষা এক বিশাল বাহিনী রয়েছে। যাদের দৌলতে সে পালিয়ে তাকে পাচার বাণিজ্য। এবার বাজেয়াপ্ত হওয়া বিস্ফোরক বাইরে অন্যত্র পাচারের জন্য মিজোরাম থেকে নিয়ে এসেছিল বলে অনুমান করা হচ্ছে। সেলিমের ফার্ম হাউস থেকে এসব বাজেয়াপ্ত করার পর তার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের সংযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।