অনলাইন ডেস্ক : ১৯৮০ সালে বাগান শ্রমিকদের প্রচেষ্টায় দেওয়ান চা বাগানের জমিতে দেওয়ান গ্রুপ হাইস্কুল প্রতিষ্টিত হয়েছিল।লাবক, দেওয়ান,বরথল,লালাং চা বাগান এলাকার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ছিল দেওয়ান গ্রুপ হাইস্কুল। ৪৩ বছরেও স্কুল টি সরকারিকরন হয়নি। তারমধ্যে গত বছর মাধ্যমিক পরীক্ষায় একজনও পরীক্ষার্থী উত্তীর্ণ না হওয়ায় এই স্কুলের অনুমোদন বাতিল করে রাজ্যের শিক্ষা বিভাগ। এনিয়ে চরম হতাশা দেখা দেয় ছাত্রছাত্রী,শিক্ষক শিক্ষিকা, অভিভাবক মহলে। দেওয়ান গ্রুপ হাইস্কুলের অনুমোদন বাতিল করা হয়েছে। কিন্তু এখানে বর্তমানে দশম শ্রেণীতে ১২৫ জন পড়ুয়া রয়েছেন। শিক্ষক শিক্ষিকা ন জন রয়েছেন। তারমধ্যে পাচজন শিক্ষক নিয়মিত পাঠদান করে যাচ্ছেন। কি হবে তাদের ভবিষ্যৎ।পরবর্তীতে এই এলাকার ছাত্রছাত্রীরা কোথায় গিয়ে পড়াশোনা করবে এনিয়ে নানারকম দূশ্চিন্তা বাড়তে থাকে।এসব সমস্যার সমাধান বের করতে বারবার স্হানীয় বিধায়ক কৌশিক রাইয়ের দ্বারস্থ হন শিক্ষক, অভিভাবকরা । এনিয়ে গত শনিবার বিধায়ক কৌশিক রাইয়ের উপস্হিতিতে দেওয়ান গ্রুপ হাইস্কুলে এক জনসভা অনুষ্টিত হয়। যে সভায় উপস্থিত ছিলেন , আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর, দেওয়ান বাগানের ম্যানেজার,জেলা পরিষদ সদস্য সুদীপ কুমার, বাগান পঞ্চায়েত সভাপতি, জিপি সভাপতি, শিক্ষক, অভিভাবক সহ বিশিষ্ট নাগরিকরা । সভায় বিধায়কের কাছে দাবি জানানো হয়, এই বৃহত্তর বাগান এলাকায় হাইস্কুল অত্যন্ত জরুরি।যেহেতু দেওয়ান গ্রুপ হাইস্কুলের অনুমোদন বাতিল করা হয়েছে, এই অবস্থায় এলাকার শিক্ষা ব্যবস্থা একেবারে শেষ হয়ে গেল। যেকোনও মূল্যে দেওয়ান বাগান এলাকায় হাইস্কুল চালু রাখা অত্যন্ত জরুরি। এই সভায় বিধায়ক কৌশিক রাই গনদাবি উপলব্ধি করে বলেন, রাজ্য সরকারের শিক্ষা নীতি মেনে নিতে হবে।তবে এই অঞ্চলে হাইস্কুল অত্যন্ত প্রয়োজন।যেহেতু দেওয়ান গ্রুপ হাইস্কুলের অনুমোদন বাতিল হয়েছে।