অনলাইন ডেস্ক : বৃহস্পতিবার ঈদের দিন পঞ্চায়েত রোডে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাকে ঘিরে দুই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু এবং দীপায়ন চক্রবর্তীর ভূমিকা নিয়ে ক্ষোভ ব্যক্ত করল বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ।
শুক্রবার শিলচর চেংকুড়ি রোডে এক সাংবাদিক সম্মেলন ডেকে পরিষদের কর্মকর্তা সুজিত দাস চৌধুরী, সঞ্জিত দাস সহ অন্যান্যরা বলেন, দুই বিধায়ক শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে সমবেদনা জানিয়েছেন। হিন্দুদের খোঁজখবর নেবারও প্রয়োজন অনুভব করেননি।
সুজিতরা দীপায়নের প্রতি তীর ছুড়ে বলেন, উনি হিন্দুদের ভোটে নির্বাচিত হয়ে হিন্দুদেরই ভুলে গেলেন। শুধু সংখ্যালঘু সম্প্রদায়কেই আর্থিক সহায়তা দিয়েছেন। বর্তমানে বিধায়ক হিসেবে উনার কাজকর্মের ক্ষেত্রেও কোনও হিন্দুকে রাখেননি তিনি। চেংকুড়ি রোডের দুর্গা মন্ডপে সুজিতরা যখন এসব বক্তব্য রাখছিলেন তখন পেছনে ছিলেন তাদের বহু সঙ্গী। দীপায়নের নিন্দা করে এসব বক্তব্যের মাঝে পেছন থেকে বারবার উঠতে থাকে, দীপায়ন মুর্দাবাদ ধ্বনি।
সুজিত ও সঞ্জিতরা এর মাঝে স্পষ্ট করে দিয়ে বলেন, তারা কৈবর্ত পরিষদের পাশাপাশি বৃহত্তর হিন্দু সমাজের পক্ষ থেকে এসব বক্তব্য তুলে ধরছেন। পঞ্চায়েত রোডের ঘটনাকে ঘিরে তিনি বলেন, গরু কোরবানির খবর পেয়ে হিন্দু সংগঠনের কিছু যুবক সেখানে গিয়েছিলেন। তখন তাদের উপর আক্রমণ চালানো হয়। ভাঙচুর চালানো হয় পাঁচটি ই-রিক্সাও।
এছাড়া পথ চলতি অনেক হিন্দু লোক আক্রমণের শিকার হন বলেও অভিযোগ করেন তারা। সঙ্গে আরও অভিযোগ করেন, গতকালের ঘটনার পর পঞ্চায়েত রোডের বাসিন্দা আজাহার মজুমদার নামে এক যুবক কৈবর্ত সম্প্রদায় বিশেষত ওই সম্প্রদায়ের মহিলাদের জড়িয়ে আপত্তিজনক মন্তব্য করেছে। আজাহার সহ হামলায় জড়িত অন্যান্যদের শীঘ্র গ্রেপ্তারের দাবী জানিয়ে অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তারা।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অঞ্জন চৌধুরী ও গিরীন্দ্র দাস।