অনলাইন ডেস্ক : দু’দিনের ফ্রান্স সফর শেষে এবার আরব আমিরশাহিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিনের জন্য এখানে জরুরি বৈঠক সেরে ভারতে ফিরবেন তিনি। এটি প্রধানমন্ত্রীর পঞ্চম আরব সফর। আবুধাবিতে পৌঁছতেই বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট শেখ খালিদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সূত্রের খবর, শনিবার দিনভর একাধিক কর্মসূচির মধ্যে প্রেসিডেন্টের সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, নিরাপত্তা এবং জনসংযোগের মতো গুরুত্বপূর্ণ দিক নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। এদিকে নরেন্দ্র মোদিকে ফের অভ্যর্থনা জানাতে সন্ধেতেই ভারতের জাতীয় পতাকার রঙে সেজে ওঠে বুর্জ খলিফা। লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে বুর্জ খলিফায় ভেসে ওঠে প্রধানমন্ত্রীর মুখও।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবুধাবিতে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ, শক্তি, নিরাপত্তা এবং জনযংযোগ সহ বিস্তৃত ক্ষেত্রে সুসংহত কৌশলগত অংশীদারীত্বের সম্পর্ক বিদ্যমান। সংযুক্ত আরব আমিরশাহী, ভারতের অন্যতম প্রধান বাণিজ্য সহযোগী।