অনলাইন ডেস্ক : কেউ বিশ্বাস করুন আর নাই করুক, এক হালি ডিম বিক্রি হয়েছে ১০ হাজার টাকায়! কবরস্থান ও ঈদগাহর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। উদ্দেশ্য মাহফিলের মধ্যমে অনুদান পাওয়া। কবরস্থান ও ঈদগাহর উন্নয়নে এলাকার কোন ব্যক্তি এক হালি ডিম দিয়ে উন্নয়নের অংশি হন। ওয়াজ মাহফিলে সেই ডিম নিলামে তোলা হলে তা বিক্রি হয় ১০ হাজার টাকা। জানা যায়, নিলামে তোলা ডিমের হালি ২০০ টাকা থেকে সর্বোচ্চ ৯০০ টাকা পর্যন্ত ওঠে। এসময় হাসান বেপারী নামের এক ব্যক্তি ডিমের হালি ১০ হাজার টাকায় তা কিনে নগদ টাকা পরিশোধ করেন। ঘটনা বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে মানিকগঞ্জের সিংগাইরে। সেখানেই একটি ওয়াজ মাহফিলে কবরস্থান উন্নয়নে দান করা এক হালি ডিম নিলামে উঠালে তা ১০ হাজার টাকায় বিক্রি হয়। এ বিষয়ে হাসান বেপারী জানান, ডিম কেনা তো মুখ্য নয়। এটার মাধ্যমে কবরস্থানের উন্নয়নে শরিক হওয়াই ছিল আসল কাজ। কবরস্থানের উন্নয়নের জন্য মাহফিলে আসা এলাকাবাসীর কাছে বিশেষ আহ্বান জানানো হলে স্থানীয় এক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী ৪টি মুরগির ডিম কবরস্থানের উন্নয়নে দান করেন। সেই এক হালি ডিম বিক্রি করেই মিললো ১০ হাজার টাকা।