অনলাইন ডেস্ক : ডিমা হাসাও জেলায় আগরতলা থেকে গুয়াহাটি অভিমুখী এক নৈশ বাস দূর্ঘটনার প্রান হারালেন ত্রিপুরার এক ব্যক্তি। এবং আহত হয়েছেন ওই নৈশ বাসে থাকা ৩০ জন যাত্রী। বুধবার বিকেলে আগরতলা থেকে এএস০১এমসি ০২৪৩ নম্বরের নৈশ বাসটি আগরতলা থেকে বিকেল বেলা রওনা হয়ে রাত ১২ টা নাগাদ ডিমা হাসাও জেলার ডিটেকছড়াতে আসার দূর্ঘটনার কবলে পড়ে। ২৭ নম্বর জাতীয় সড়কে নৈশ বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায় এতে ঘটনা স্থলেই মৃত্যু ঘটে ত্রিপুরা ধলাই জেলার মহারানী কামালপুরের বাসিন্দা দিবরাজ দেববার্মা নামের বছর তেত্রিশের এক যুবকের এবং সঙ্গে নৈশ বাসে থাকা ৩০ জন যাত্রী গুরুতর ভাবে আহত হয়। দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হারাঙ্গাজাও পুলিশ উপস্থিত হয়ে স্থানীয় মানুষের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হারাঙ্গাজাও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে এর মধ্যে আশঙ্কা জনক অবস্থায় ছয় যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বাকি যাত্রীদের হারাঙ্গাজাও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য তথা হারাঙ্গাজাওয়ের স্থানীয় পরিষদ সদস্য আমেন্দু হোজাই গাড়ীর ব্যবস্থা করে তাদের ত্রিপুরায় নিজেদের বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেন। উল্লেখ্য দেবরাজ দেববর্মা আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাচ্ছিল ব্যাঙ্কের পরীক্ষার জন্য বলে জানা গিয়েছে। কিন্তু শোকাবহ দূর্ঘটনায় মৃত্যু ঘটে দেবরাজ দেববর্মার।