অনলাইন ডেস্ক : মরশুমের শুরুতেই শিলাবৃষ্টি ও প্রচন্ড ঝড়ে লন্ডভন্ড পরিস্থিতি উত্তর হাইলাকান্দিতে । মঙ্গলবার দুপুরে ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে আলগাপুর বিধানসভা কেন্দ্রের অধীন উত্তর নারায়নপুর জিপি র নাউড়িয়ারপার , মোহনপুর,সৈদবন্দ নারাইনছড়া ও বদুরকুড়িপার । বিভিন্ন এলাকা মঙ্গলবার দুপুরের আচমকা তুষারঝড় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বৃষ্টির সঙ্গে বড় বড় মাপের পাথর উপর থেকে আছড়ে পড়ায় বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে ঘন্টাখানেকের মতো চলে এই তুষারঝর শুধু তুষার জ্বর কেন বৃষ্টি শিলাবৃষ্টি গোয়া ঘূর্ণিঝড় সৃষ্টিতে আলগাপুরের বিভিন্ন গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে টিনের ঘরের অবস্থা মারাত্মক হয়ে দাঁড়িয়েছে অনেকের ঘর ৩ দুমড়ে মুছড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে উত্তর নারায়নপুর মোহনপুর বনি ব্রিজ দুটি ডিপিতে ব্যাপক ক্ষতি হয়েছে যে অবস্থায় সৃষ্টি হয়েছে সহযোগিতা পূরণ করা সম্ভব নয় এখন সাধারণ মানুষ ব্যস্ত রয়েছে দুমড়ে-মুচড়ে যাওয়া চালের দিনগুলো এক কাটা করতে. কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুনভাবে তৈরি হওয়া ঘরগুলো অনেক ক্ষতি সাধন হয়েছে। তুষার জড়ের মাত্রা এমন বেশি ছিল সাধারণ মানুষ গৃহবন্দী হয়ে পড়ে কালবৈশাখীর প্রথম তুষার জোরে এভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে সাধারণ মানুষ ভেবে উঠতে পারছে না ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু হবে তার সময়ে বলবে।